83 Film Update: সিনেমা মুক্তির আগে 'আইকন' কপিল দেবের সঙ্গে অদেখা ছবি পোস্ট রণবীরের
83 Film Update: আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে '৮৩'। ইতিমধ্যেই সমালোচকরা প্রশংসায় ভরিয়েছেন এই ছবিকে। ট্রেড অ্যানালিস্টদের মতে প্রথম সপ্তাহেই রেকর্ড ভাঙা ব্যবসা করবে এই ছবি।
![83 Film Update: সিনেমা মুক্তির আগে 'আইকন' কপিল দেবের সঙ্গে অদেখা ছবি পোস্ট রণবীরের Ahead Of 83 Release, Ranveer Singh Shares Pic With Kapil Dev, Calls Him Icon 83 Film Update: সিনেমা মুক্তির আগে 'আইকন' কপিল দেবের সঙ্গে অদেখা ছবি পোস্ট রণবীরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/22/361bd1a46ed411543e438c5a544fb1d5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ছবি মুক্তি পেতে আর মাত্র দু'দিন বাকি। দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। সেই উত্তেজনাকে লাগামছাড়া করতে কোনও সুযোগ ছাড়ছেন না '৮৩' (83) ছবির তারকা থেকে শুরু করে পরিচালক। স্বয়ং কপিল দেবও (Kapil Dev) এই উৎসবে হাজির, সঙ্গে ১৯৮৩ সালের সেই দুর্ধর্ষ ভারতীয় ক্রিকেট দল। এবার সিনেমা মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় কপিল দেবের সঙ্গে একটি অদেখা ছবি শেয়ার করলেন অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। বুধবার, ২২ ডিসেম্বর মুম্বইয়ে একটি মিডিয়া ইভেন্টের পর তোলা এই ছবি পোস্ট করেছেন তিনি।
'৮৩' ছবিতে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড তারকা রণবীর সিংহকে। এদিন অভিনেতা একটি মনোক্রোম ছবি শেয়ার করেন। দুই তারকাকে ছবিতে কালো পোশাকে 'ট্যুইনিং' করতে দেখা যায়। ছবি পোস্ট করে কপিল দেবকে 'আইকন' বললে অভিনেতা।
তাঁর চোখ ধাঁধানো পোস্টে কমেন্ট করেছেন মৌনি রায়, হুমা কুরেশি সহ একাধিক টিনসেল তারকা। একজন অনুরাগী লিখেছেন, 'দুই আইকন এক ফ্রেমে'।
View this post on Instagram
'৮৩' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবির নির্মাতারা মুম্বইয়ে এক বিশেষ 'গ্র্য়ান্ড প্রিমিয়ার'-এর আয়োজন করেন। হাজির ছিলেন ছবির পুরো টিম ও ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের তারকারা। সেই সকল প্রাক্তন ক্রিকেট তারকাদের সঙ্গেও একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন অভিনেতা। লিখেছেন, 'দ্য লেজেন্ডস'।
View this post on Instagram
আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে '৮৩'। ইতিমধ্যেই সমালোচকরা প্রশংসায় ভরিয়েছেন এই ছবিকে। ট্রেড অ্যানালিস্টদের মতে প্রথম সপ্তাহেই রেকর্ড ভাঙা ব্যবসা করবে এই ছবি।
আরও পড়ুন: Aryan Khan Drugs Case: মুম্বই মাদক মামলায় মেলেনি তোলাবাজির প্রমাণ, স্থগিত তদন্ত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)