Aishwarya Car Accident: ঐশ্বর্যর গাড়িতে আচমকাই ধাক্কা মারল বাস ! অঘটন মুম্বইয়ের জুহুতে..
Aishwarya Car Accident: ঐশ্বর্যা রাই বচ্চনের গাড়ির পিছনে ধাক্কা মারল বাস, কেমন আছেন অভিনেত্রী ?

মুম্বই: ঐশ্বর্যা রাই বচ্চনের গাড়ির পিছনে ধাক্কা মারল বাস। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে মুম্বইয়ের জুহুতে। তবে সৌভাগ্যক্রমে সেই সময় গাড়িতেঐশ্বর্যা ছিলেন না। এই ঘটনায় কেউ আহতও হননি। ঐশ্বর্যার গাড়িটিরও খুব একটা ক্ষতি হয়নি।
গত কয়েকদিন ধরেই অঘটনা হয়েই চলেছে বলি দুনিয়ায়। সদ্য পথ দুর্ঘটনায় জখম হন অভিনেতা সোনু সুদের স্ত্রী, প্রযোজক সোনালি সুদ। গভীর রাতে মুম্বই-নাগপুর হাইওয়েতে পথ দুর্ঘটনা কবলে পড়ে সোনালি সুদের গাড়ি। এবার অঘটন বচ্চন পরিবারে। বলাইবাহুল্য ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে গোটা বলিদুনিয়ার। চিন্তায় পড়েন ঐশ্বর্যা রাই বচ্চনের ভক্তরাও। যদিও সৌভাগ্যক্রমে দুর্ঘটনার সময় গাড়িতে অভিনেত্রী উপস্থিত ছিলেন না। শেষ অবধি পাওয়া খবরে, এই দুর্ঘটনায় কেউ জখমও হননি।
আরও পড়ুন, একদিন বাথরুমে ঢুকে কেঁদেছিলেন গোপনে, ঘৃণাও করতেন নিজেকে ! কেন এমন স্মৃতিচারণা শাহরুখ খানের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















