Ajay Devgan: 'বাস্তবের চিত্রকেই পর্দায় তুলে ধরবে ভোলা', নতুন ছবি নিয়ে মন্তব্য অজয়ের
Ajay Devgan on Bhola: এই ছবির টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে দর্শকের। তব্বুকে দেখা যাবে পুলিশের চরিত্রে।
কলকাতা: সামনেই মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgan)-এর নতুন ছবি ভোলা (Bhola)। ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন অজয় দেবগণ ও তব্বু (Tabbu)। ৬ মার্চ মুক্তি পাওয়ার কথা এই ছবির ট্রেলারের। এই ছবিটি পরিচালনা ও প্রযোজনা দুয়ের দায়িত্বই রয়েছে অজয়ের কাঁধে।
সম্প্রতি এই ছবি নিয়ে মুখ খুলেছেন খোদ অভিনেতা, পরিচালক। অজয় বলছেন, 'আমার মনে হয়. আমার কোনও কথা বলার আগে মানুষের নিজেদের ছবিটা দেখা উচিত, অ্যাকশন দেখা উচিত, অনুভব করা উচিত। ছবির বিষয়বস্তুর মধ্যে দিয়ে একেবারে বাস্তবচিত্রকে তুলে ধরা হয়েছে। গ্রামীণ ভারতের একটা চিত্র ফুটে উঠবে ছবির মধ্যে দিয়ে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো ভীষণ চটজলদি ও নিখুঁত। সেইসঙ্গে সমস্ত অ্যাকশনকে বিশ্বাসযোগ্য করে তোলারও চেষ্টা করা হয়েছে। আমি নিজে অনেক অ্যাকশন করেছি। আমি আমার বাবা ভীরু দেবগণের কাছে অ্যাকশনের প্রস্তুতি নিতাম একসময়। এই ধরণের স্টান্ট করার চ্যালেঞ্জ নিতে আমি ভালবাসি।'
আরও পড়ুন: Saif Ali Khan: 'আমাদের শোওয়ার ঘরে চলে আসুন', পাপারাৎজিদের উদ্দেশে মন্তব্য ক্ষুব্ধ সইফের
এই ছবির টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে দর্শকের। তব্বুকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়া মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। এছাড়া ছবিতে দেখা যাবে বিনীত কুমার, গজরাজ রাওকে।
'ভোলা' ছবিটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার।