OTT Platform SRK+: ওটিটিতে এবার শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় মজার বার্তা অজয় দেবগণের
OTT Platform SRK+: কিং খান এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' নিয়ে। আপাতত স্পেনে চলছে তাঁদের শ্যুটিং। ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও।
নয়াদিল্লি: বলিউডের কিং খান (King Khan)। এবার তিনি ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন। ঘোষণা করেছেন তাঁর নতুন প্ল্যাটফর্ম 'এসআরকে প্লাস'-এর (SRK+) নাম। অভিনেতা তাঁর ভক্তদের সঙ্গে খবরটি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। ফলে স্বভাবতই তাঁর অগণিত ভক্তকূল অধীর আগ্রহে অপেক্ষায়।
সম্প্রতি একটি প্রমোশনাল ভিডিওতে পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurah Kashyap) সঙ্গে দেখা যায় অভিনেতাকে। তিনি শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে যোগদান করেছেন এই ওটিটি প্ল্যাটফর্মের জন্য। ভিডিওতে, দুজনকে এসআরকে প্লাস (SRK+)-এ তাঁদের অনুষ্ঠানের জন্য ধারণা নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেই সময়ে তাঁদের পিছনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি বলেন যে এই সমস্ত ধরণের গল্প ইতিমধ্যেই অন্য OTT প্ল্যাটফর্ম, ডিজনি প্লাস হটস্টার দ্বারা সুপারহিট সিরিজে পরিণত হয়েছে। আলোচিত সমস্ত ধারণার মধ্যে অন্যতম ছিল অজয় দেবগণের সর্বশেষ ওয়েব সিরিজ 'রুদ্র', যা তার আকর্ষণীয় কাহিনির জন্য প্রচুর প্রশংসা অর্জন করেছে ইতিমধ্যেই।
এই ভিডিওর পরই সোশ্যাল মিডিয়ায় মজা করে ট্যুইট করলেন অজয় দেবগণ। তিনি ট্যুইট করে লেখেন, 'সরি, আগে বলতে পারতে, "রুদ্র" তাহলে এসআরকে প্লাসের রিলিজ করতাম।' সেই সঙ্গে মজার হ্যাশট্যাগে লেখেন, 'অব থোড়া রুক শাহরুখ', অর্থাৎ এবার একটু দাঁড়িয়ে যাও শাহরুখ। ইঙ্গিতে কীসের অপেক্ষা করতে বললেন তিনি কিং খানকে?
Sorry @iamsrk pehle bata dete, Rudra SRK+ pe hi release karta 😂
— Ajay Devgn (@ajaydevgn) March 16, 2022
Ab #ThodaRukShahRukh pic.twitter.com/ly4pEqjE0e
সেই ট্যুইটের উত্তর দিয়েছেন বাদশাহ। তিনি লেখেন, 'তাহলে দ্বিতীয় সিজন ডিজনি প্লাস হটস্টারে নয়, এসআরকে প্লাসে হবে। পাক্কা?'
Toh… Season 2 Disney+ Hotstar pe nahin, SRK+ pe hoga…. Pukka? https://t.co/MqYXUYvrvP
— Shah Rukh Khan (@iamsrk) March 16, 2022
অন্যদিকে, কিং খান এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' নিয়ে। আপাতত স্পেনে চলছে তাঁদের শ্যুটিং। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ছবির টিজার।