Drishyam To Be Remade In South Korea: কোরিয়ান ভাষায় তৈরি হচ্ছে 'দৃশ্য়ম', ঘোষণা হল কান চলচ্চিত্র উৎসবে
Drishyam: 'দৃশ্য়ম'-এর মুকুটে এবার যুক্ত হল নতুন পালক।
কলকাতা: 'দৃশ্যম' (Drishyam) একটি সফল ভারতীয় ছবি। মালায়ালাম, তামিল, কন্নড়, তেলেগু বা হিন্দি সব ভাষাতেই দর্শকের মন জয় করেছে এই ছবি। 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয় ছবি 'দৃশ্যম টু' ও জায়গা করে নিয়েছে দর্শকের হিট লিস্টে। আর এবার দেশের সীমানা পেরিয়ে গেল এই ছবি। বলিউড সূত্রে খবর, খুব শীঘ্রই কোরিয়ান ভাষায় তৈরি হতে চলেছে 'দৃশ্য়ম'। কান চলচ্চিত্র উৎসবে ইতিমধ্য়েই এই খবর ঘোষণা করা হয়েছে।
এই প্রসঙ্গে ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক বলেছেন, "আমি উচ্ছ্বসিত যে 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজিটি কোরিয়ান ভাষায় তৈরি হচ্ছে, এটি একটি হিন্দি চলচ্চিত্রের জন্য প্রথম। এটি শুধুমাত্র ভারতের বাইরে এটির প্রসার বাড়াবে তাই নয়, বরং হিন্দি সিনেমাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে। এই বছরগুলিতে, আমরা কোরিয়ান ছবিগুলির দ্বারা অনুপ্রাণিত হয়েছি, এখন তারা আমাদের একটি ছবিতে জাদু খুঁজে পেয়েছে। ভারতীয় চলচ্চিত্রের জন্য এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে!"
আরও পড়ুন...
Vastu Tips : বাড়ির মূল দরজায় রাখুন এই জিনিসগুলি, ধনদেবী লক্ষ্মীর মিলবে দেখা
এই ছবিতে অজয় দেবগন ( Ajay Devgan) ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রিয়া সরন (Shriya Saran), তব্বু (Tabbu), অক্ষয় খন্না (Akshaye Khanna), রজত কপূর প্রমুখরা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ইশিতা দত্ত, সৌরভ শুক্ল সহ একাধিক পরিচিত মুখেদের।
'দৃশ্যম' (Drishyam) ছবিতে দেখানো হয়েছে বিজয় সালগাঁওকরের নামক এক ব্য়ক্তির জীবন, যা আবর্তিত হয় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুকে ঘিরে। তিনি কীভাবে তার পরিবার এবং আইন থেকে তাদের রক্ষা করার জন্য তার মরিয়া পদক্ষেপ গ্রহণ করেন তা নিয়ে এগিয়েছে ছবির গল্প। এই ছবিতে অজয় দেবগন, টাবু এবং কমলেশ সাওয়ান্তের অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক।
অন্য়দিকে, এই রহস্য়ই জাল 'দৃশ্যম টু' (Drishyam 2)তেও দেখেছে দর্শক। প্রথম ছবির মারকাটারি সাফল্য়ের পর মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলতে শুরু করে 'দৃশ্যম ২'।
আরও পড়ুন...
Vastu Tips: দূর হবে শনির দোষ, অশুভ শক্তি থেকেও রক্ষা ; বাড়ির সামনে লাগান এই গাছ
উল্লেখ্য়, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অজয় দেবগণ ( Ajay Devgan) অভিনীত ছবি ভোলা। এই ছবিতেও অজয়ের (Ajay Devgan)সঙ্গে দেখতে পাওয়া গেছে তব্বুও(Tabbu)। বক্সঅফিসে ভাল ব্য়বসা করেছে এই ছবি।