এক্সপ্লোর
বন্ধুদের সঙ্গে ডান্স অজয়-কাজল কন্যা নইসার, সোশ্যাল মিডিয়ায় সামনে এল ভিডিও
বলিউড তারকাদের নিয়ে অনুরাগীদের প্রবল কৌতুহল থাকে। তারকা সন্তানদের নিয়েও জানার আগ্রহের খামতি নেই তাঁদের। অনেক তারকা সন্তানেরই সিনেমাতে নামার আগেই তৈরি হয়ে যায় প্রচুর ফ্যান ফলোয়ার। তাঁরা সোশ্যাল মিডিয়ায় না থাকলেও ফ্যান ক্লাবগুলি তারকা সন্তানদের মজাদার ভিডিও ও ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন।

মুম্বই:বলিউড তারকাদের নিয়ে অনুরাগীদের প্রবল কৌতুহল থাকে। তারকা সন্তানদের নিয়েও জানার আগ্রহের খামতি নেই তাঁদের। অনেক তারকা সন্তানেরই সিনেমাতে নামার আগেই তৈরি হয়ে যায় প্রচুর ফ্যান ফলোয়ার। তাঁরা সোশ্যাল মিডিয়ায় না থাকলেও ফ্যান ক্লাবগুলি তারকা সন্তানদের মজাদার ভিডিও ও ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। এমনই এক তারকা সন্তান নইসা দেবগন। অজয় ও কাজলের প্রথম সন্তান নইসা। এরইমধ্যে নইসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের সামনে এল। ভিডিওতে নইসার নৃত্য পারদর্শীতার ঝলক দেখা গিয়েছে। নইসার একটি ফ্যান পেজে শেয়ার করা ভিডিওতে ১৭ বছরের নইসাকে স্কাইলার গ্রে-র স্ট্যান্ড বাই মি গানের ছন্দে নাচতে দেখা গিয়েছে। ভিডিওতে নইসাকে তার গার্ল গ্যাংয়ের সঙ্গে নাচের তালে মেতে উঠতে দেখা গিয়েছেই নইসাকে। সম্প্রতি কন্যা দিবসে কাজল ও অজয় সোশ্যাল মিডিয়ায় তাঁদের আদরের কন্যাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। অজয় লিখেছিলেন, আমার মেয়ে নইস আমার কাছে অনেক কিছু। আমার তীব্র সমালোচক, আমার সবচেয়ে বড় দুর্বলতা ও শক্তিও। ও এখন অনেকটাই সাবালিকা, কিন্তু আমার ও কাজলের কাছে এখনও সেই ছোটটিই রয়েছে। কাজল লিখেছিলেন, আমার প্রিয় মেয়ের সবচেয়ে যেটা বেশি ভালো লাগে, তা হল ওর দৃষ্টিভঙ্গি। সবসময়ই আমার সঙ্গে পার্থক্য থাকে, যা আমাকে নিয়ের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভাবায় এবং অন্যভাবে সবকিছু দেখতে হয়। আর এটা করাটা আমার কাছে কঠিন হয়ে ওঠে। ২০০৩-এর ২০ এপ্রিল নইসার জন্ম। বর্তমানে সিঙ্গাপুরে ইউনাইটেড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়াতে পড়াশোনা চলছে নইসার। লকডাউনের সময়টা মুম্বইয়ে পরিবারের সঙ্গেই কেটেছে। এরপর মা কাজলের সঙ্গে সিঙ্গাপুরে ফিরে যেতে হয়েছে। তখন থেকে কাজল মেয়ের সঙ্গেই রয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















