এক্সপ্লোর
Advertisement
আয়ের নিরিখে ফোর্বসের বার্ষিক তালিকায় সলমনকে টপকে দ্বিতীয় স্থানে অক্ষয়, প্রথম দশে আলিয়া, দীপিকা
সবচেয়ে বেশি রোজগেরে সেলিব্রিটিদের ১০০ জনের বার্ষিক তালিকা প্রকাশ করল ফোর্বস ইন্ডিয়া। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার (২০১৯-এ আনুমানিক আয় ২৯৩.২৫ কোটি টাকা)। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে সেলিব্রিটিদের মধ্যে অক্ষয়ই তালিকায় সবচেয়ে এগিয়ে।
নয়াদিল্লি: সবচেয়ে বেশি রোজগেরে সেলিব্রিটিদের ১০০ জনের বার্ষিক তালিকা প্রকাশ করল ফোর্বস ইন্ডিয়া। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার (২০১৯-এ আনুমানিক আয় ২৯৩.২৫ কোটি টাকা)। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে সেলিব্রিটিদের মধ্যে অক্ষয়ই তালিকায় সবচেয়ে এগিয়ে। ফোর্বসের এই বার্ষিক তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ২০১৬ থেকে তালিকার শীর্ষে থাকা সলমন খান দুই ধাপ পিছিয়ে এসেছেন তৃতীয় স্থানে (২০১৯-এ আয় ২২৯.২৫ কোটি টাকা)। চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন।
এবার বলিউডের দুই প্রথমসারির অভিনেত্রী আলিয়া ভট্ট (অষ্টম স্থান) ও দীপিকা পাড়ুকোন (দশম স্থান) তালিকার প্রথম দশে উঠে এসেছেন। প্রথম দশে আর যে বলিউড তারকারা রয়েছেন, তাঁরা হলেন শাহরুখ খান (ষষ্ঠ) ও রণবীর সিংহ (সপ্তম)।
ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইট অনুসারে এই ক্রমতালিকায় শুধুমাত্র সেলিব্রিটিদের মোট আনুমানিক আয়কেই ধরা হয়নি, সেইসঙ্গে বিবেচনা করা হয়েছে, তাঁদের খ্যাতির আনুপাতিক মূল্যকেও।
টেলি তারকা কপিল শর্মা (৫৩ তম), দিব্যাঙ্কা ত্রিপাঠী দাহিয়া (৭৯ তম), ভারতী সিংহ (৮২ তম), করণ কুন্দ্রা (৯২ তম)-ও তালিকায় রয়েছেন।
অজয় দেবগন দ্বাদশ ও রজনীকান্ত ত্রয়োদশ স্থানে রয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement