Ranbir-Alia Baby: এই বিশেষ কারণে কাউকে সন্তানের ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না রণবীর-আলিয়া
Ranbir-Alia Updates: শোনা যাচ্ছে, সদ্যোজাত সন্তানের ধারেকাছে কাউকে ঘেঁষতে দিচ্ছেন না তাঁরা। এর পিছনে রয়েছে বিশেষ কারণ।
মুম্বই: সাধারণ অনুরাগী থেকে অন্য়ান্য তারকারা, সকলেরই এখন চর্চার বিষয় রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) সদ্যোজাত সন্তান। গত রবিবার সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভট্ট। এখনও পর্যন্ত সন্তানকে প্রকাশ্যে আনেননি তাঁরা। বৃহস্পতিবার কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন দুই তারকা। শোনা যাচ্ছে, সদ্যোজাত সন্তানের ধারেকাছে কাউকে ঘেঁষতে দিচ্ছেন না তাঁরা। এর পিছনে রয়েছে বিশেষ কারণ।
কোন কারণে কন্যা সন্তানের কাছে কাউকে যেতে দিচ্ছেন না রণবীর - আলিয়া?
চলতি বছরটা একটু বেশিই স্পেশাল রণবীর কপূর ও আলিয়া ভট্টের কাছে। কেরিয়ারের দিক থেকে এবং একইসঙ্গে ব্যক্তিগত দিক থেকেও। কেরিয়ারের দিক থেকে চলতি বছরটা আলিয়া ভট্টের জন্য যথেষ্ট ভালো। এই বছর মুক্তি পাওয়া তাঁর সমস্ত ছবিই সাফল্য পেয়েছে। রণবীর কপূরও দীর্ঘ বিরতি কাটিয়ে চলতি বছর পর্দায় ফিরেছেন। তাঁর অভিনীত 'শামশেরা' বক্স অফিসে সাফল্য না পেলেও 'ব্রহ্মাস্ত্র' সব রেকর্ড ভেঙে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। অন্যদিকে, ব্যক্তিগত জীবনেও তাঁদের এই বছরটা একটু বেশিই স্পেশাল। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা চলতি বছর এপ্রিলে বিয়ে সেরেছেন। আর চলতি বছরই এসেছে তাঁদের সন্তান। গত ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, কপূর ও ভট্ট পরিবারের সদস্যরা কেউই চাইছেন না পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হোক রণবীর - আলিয়ার সন্তান। তাই বন্ধু বান্ধব থেকে কাউকেই খুদে রাজকন্যার ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না তাঁরা। শোনা যাচ্ছে, কোনওভাবে যাবে ছবি বাইরে ফাঁস না হয়ে যায়, তার জন্য এখনই কারও অনুমতি নেই আসার। তাঁরা চাইছেন না যে, কোনওদিন সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখবেন যে, তাঁদের সন্তানের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন - Hera Pheri 3: অক্ষয় কুমারের পরিবর্তে 'হেরা ফেরি ৩'-এ দেখা যাবে এই বলি তারকাকে?
এছাড়াও আরও একটি কারণেও সদ্যোজাত সন্তানের কাছে যেতে দিচ্ছেন না রণবীর কপূর ও আলিয়া ভট্ট। গত ৩ বছর ধরে করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় কেটেছে গোটা বিশ্বের জনজীবন। কারও মাধ্যমে যাতে সন্তানের মধ্যে বা পরিবারের কোনও সদস্যের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে, সেই আশঙ্কা থেকেও সন্তানের কাছে কাউকে যেতে দিচ্ছেন না তাঁরা। বিভিন্ন সূত্রের খবর, পরবর্তীকালেও কোভিড নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই সন্তানকে দেখতে দেবেন দুই তারকা।