![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Alia on Skincare: কাজের চাপ, দূষণ সামলেও কী করে ঝকঝকে আলিয়ার ত্বক? ফাঁস করলেন নায়িকা নিজেই
সারাদিন তাঁর যত কাজই থাকুক না কেন, ত্বকের যত্ন নেওয়ার বিষয়ে একফোঁটাও অবেহলা করেন না। বরং, তিনি ফলাও করে বলেন, তাঁর সবথেকে প্রিয় কাজগুলোর একটা হল নিজের ত্বকের যত্ন নেওয়া।
![Alia on Skincare: কাজের চাপ, দূষণ সামলেও কী করে ঝকঝকে আলিয়ার ত্বক? ফাঁস করলেন নায়িকা নিজেই Alia Bhatt reveals her morning skincare routine, know in details Alia on Skincare: কাজের চাপ, দূষণ সামলেও কী করে ঝকঝকে আলিয়ার ত্বক? ফাঁস করলেন নায়িকা নিজেই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/28/507e81cb65b028d954eec0fbbbae8c53_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: রূপচর্চা করতে গেলে সবার আগে খেয়াল রাখতে হয় ত্বকের। মুখের আসলে আলিয়া ভাটরা যে হাড়ে হাড়ে বোঝেন এই গ্ল্যামার ওয়ার্ল্ডে টিকে থাকতে গেলে ত্বকের পরিচর্যা করা কতটা জরুরি। ত্বক অবশ্যই প্রাধান্য পায়। কিন্তু হাত বা গলার অর্থাৎ, শরীরের যে অংশগুলো উন্মুক্ত থাকে, সেই অংশের ত্বকের যত্ন নেওয়া জরুরি। আর যদি গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত হন, তাহলে তো কথাই নেই। বলিউড অভিনেত্রীদের কাছেও তাই ত্বকের যত্ন নেওয়াটা অন্যতম প্রাধান্য বিষয়। যেমন, আলিয়া ভট্ট। সারাদিন তাঁর যত কাজই থাকুক না কেন, ত্বকের যত্ন নেওয়ার বিষয়ে একফোঁটাও অবেহলা করেন না। বরং, তিনি ফলাও করে বলেন, তাঁর সবথেকে প্রিয় কাজগুলোর একটা হল নিজের ত্বকের যত্ন নেওয়া।
সম্প্রতি ইউটিউবে নিজের ত্বক পরিচর্যা করার একটা ভিডিও শেয়ার করেছেন আলিয়া ভট্ট। সেই ভিডিও দেখে আপনিও নিতে পারেন আপনার ত্বকের যত্ন। হয়ে উঠতে পারেন মোহময়ী। সোশ্যাল মিডিয়ার এই ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে সকাল-সকাল ত্বকের যত্ন নেওয়া শুরু করেছেন বলিউডের নিউ সেনসেশন। তাঁকে দেখা যাচ্ছে একটি ভ্যানিটি ভ্যানের মধ্যে। আর সেখানেই তিনি খুলে ফেললেন তাঁর ট্রাভেলিং স্কিন কেয়ার কিট। প্রথমে তিনি শুরু করলেন ক্লিনিং দিয়ে। তারপর ধাপে ধাপে শেয়ার করে নিলেন ত্বকের পরিচর্যার বিভিন্ন ধাপ।
এরপর আলিয়া ব্যবহার করলেন ডার্ক সার্কল রোধক ক্রিম। আলিয়া বলেছেন, 'এটার ব্যবহারে ত্বকে দাগ পড়ে না। পাশাপাশি, সারাদিন বাইরে কাজ করার সময় যে দূষণ থাকে, তা থেকেও নিজের ত্বককে সুরক্ষিত করা যায়। আর যেহেতু আপনি ত্বকের যত্ন নিচ্ছেন তাই যা আপনি মুখে ব্যবহার করছেন, সেটা আপনি গলা কিংবা দুই হাতেও ব্যবহার করতে পারেন।' একেবারে শেষে আলিয়া ওয়াটারমেলন জুস ময়েশ্চারাইজার ব্যবহার করলেন। আর বারবার মনে করালেন যে, ত্বকের যত্ন নিতে স্কিন কেয়ার লোশন কতটা গুরুত্বপূর্ণ। তবে, আলিয়া মনে করিয়ে দিয়েছেন, ত্বকের যত্ন নেওয়ার আগে অবশ্যই আপনার ভাল করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)