Alia Ranbir: লাল শার্টে 'ডান্স কা ভূত' রণবীর, 'ব্রহ্মাস্ত্র'-র নতুন গানের ঝলক শেয়ার করলেন আলিয়া
Alia Ranbir New Song: খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র-র নতুন গান ডান্স কা ভূত (Dance Ka Bhoot)। সোশ্যাল মিডিয়ায় সেই গানের ঝলকে লাল শার্টে দেখা গেল রণবীর কপূরকে।
মুম্বই: প্রথমে ছবির টুকরো টুকরো অংশ আর এবার গান। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ব্রহ্মাস্ত্র (Bramhatra)-র নতুন গানের টিজার শেয়ার করে নিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। আর সেই গানে দেখা গেল ছবির নায়ক রণবীর কপূর (Ranbir Kapoor)-কে।
খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র-র নতুন গান ডান্স কা ভূত (Dance Ka Bhoot)। সোশ্যাল মিডিয়ায় সেই গানের ঝলকে লাল শার্টে দেখা গেল রণবীর কপূরকে। কখনও রাস্তার মধ্যে, কখনও উৎসবে জনগণের মধ্যে আবার কখনও মঞ্চে গানের তালে পা মেলালেন রণবীর। তবে গোটা গানে দেখা মিলল না আলিয়ার।
আরও পড়ুন: Happy Birthday Gulzar: জন্মদিনে 'গুলজার সাব'কে শ্রদ্ধা-শুভেচ্ছা সৃজিত মুখোপাধ্যায়ের
২০২২ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ছবি বলে দাবি পরিচালকের। 'ব্রহ্মাস্ত্র' হল একটি নতুন মূল মহাবিশ্ব যা ভারতীয় ইতিহাস দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। ভারতীয় লোককথা ও পৌরাণিক কাহিনি দ্বারা অনুপ্রাণিত কিন্তু আধুনিক প্রেক্ষাপটে সিনেমার সেট করা হয়েছে। যেখানে কল্পনা, দুঃসাহসিকতা, ভাল বনাম মন্দ, প্রেম এবং আশার মহাকাব্যিক কাহিনি রয়েছে। পরিচালকের দাবি, সেই সঙ্গে দুর্দান্ত টেকনোলজির ব্যবহার তো রয়েছো যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি।
এই ছবি সম্পর্কে সাংবাদিক সম্মেলনে পরিচালক অয়ন মুখোপাধ্যায় এই ট্রেলার সম্পর্কে বলেন, 'নতুন সিনেমাটিক দুনিয়ার শুরু, 'অস্ত্রাভার্স' (Astraverse)। আমি বিশ্বাস করি যে ব্রহ্মাস্ত্র এমন একটি ছবি যা দেখে ভারতীয় দর্শক গর্ববোধ করবে। আমাদের গভীরে থাকা মূল স্পর্শ করে এই ছবি। আমাদের বিশাল সংস্কৃতিকে উদযাপন করে এই ছবি। একইসঙ্গে টেকনোলজি দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যায়।'
View this post on Instagram