Pushpa: তেলুগু ছবির দর্শকের ভাবাবেগে আঘাত, 'পুষ্পা' ছবির বিতর্কিত দৃশ্যে চলল কাঁচি
মাত্র দু দিনেই একশো কোটির বক্স অফিস কালেকশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবিটির। তবে, বক্স অফিসে সাফল্য পেলেও বিতর্কও দেখা গেল ছবিকে ঘিরে। আর এই ছবির কিছু বিতর্কিত দৃশ্যতেও চলল কাঁচি।
![Pushpa: তেলুগু ছবির দর্শকের ভাবাবেগে আঘাত, 'পুষ্পা' ছবির বিতর্কিত দৃশ্যে চলল কাঁচি Allu Arjun And Rashmika Mandanna's 'BOLD' Scene From 'Pushpa: The Rise' Gets Chopped Pushpa: তেলুগু ছবির দর্শকের ভাবাবেগে আঘাত, 'পুষ্পা' ছবির বিতর্কিত দৃশ্যে চলল কাঁচি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/d7e52c76f16d138f2a085691623536c9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মুক্তি পেতেই হইচই ফেলে দিয়েছে 'পুষ্পা- দ্য রাইজ'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। মুক্তি পেতেই সিনেমাহলে কার্যত দর্শক ফেরাচ্ছে এই ছবি। জানা যাচ্ছে মাত্র দু দিনেই একশো কোটির বক্স অফিস কালেকশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবিটির। তবে, বক্স অফিসে সাফল্য পেলেও বিতর্কও দেখা গেল ছবিকে ঘিরে। আর এই ছবির কিছু বিতর্কিত দৃশ্যতেও চলল কাঁচি।
গত ১৭ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার 'পুষ্পা- দ্য রাইজ'। ছবিতে একটি দৃশ্যে প্রকাশ্য জনসমক্ষে অভিনেত্রীর বুকে হাত দিতে দেখা যায় অভিনেতাকে। এই দৃশ্য ভাবাবেগে আঘাত দিয়েছে তেলুগু ছবির দর্শকের। আর তারপরই ছবির নির্মাতা এই দৃশ্যে কাঁচি চালালেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)