Allu Arjun: গ্রেফতারি পরে অল্লু অর্জুনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় শোনাল আদালত
Allu Arjun News: হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা।
কলকাতা: গ্রেফতার অল্লু অর্জুন (Allu Arjun)। হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। আর এবার এই ঘটনায় অভিনেতাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল। শুক্রবার গ্রেফতারির পরে অল্লু অর্জুনকে নামাপল্লি কোর্টে (Nampally court) পেশ করা হয়। তার আগে অভিনেতার মেডিক্যাল পরীক্ষাও হয়েছিল গাঁধী হাসপাতালে। মহিলা মৃত্যুর ঘটনায় অল্লু অর্জুনের দুই দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়েছে।
হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা। অল্লু অর্জুনের টিমের তরফ থেকে কেন পুলিশকে জনসমাগমের বিষয়ে আগে থেকে যথাযথভাবে অবগত করা হয়নি, সেই অভিযোগ উঠছে অভিনেতা ও তাঁর টিমের বিরুদ্ধে। সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া ঘটনায় ওই মৃত মহিলার স্বামী এফআইআর দায়ের করেন। তাঁর এফআইআরে অভিযোগ ছিল, অল্লু অর্জুন ও হল মালিকের বিরুদ্ধে, যাঁরা ভিড় সামলাতে পারেননি বলেই এই দুর্ঘটনা ঘটে যায়।
সাম্প্রতিক ছবি 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। কিছুদিন আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক ৩৯ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে। এমনকী এই ঘটনায় তাঁর ৮ বছরের সন্তানও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় আজ অল্লু অর্জুনকে গ্রেফতার করে চিক্করপল্লী থানায় (Allu Arjun Arrested) নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, এমনটাই জানা গিয়েছে। ৪ ডিসেম্বর মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং তাঁর জেরে আজ অল্লুকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ।
এর আগে এই মর্মান্তিক ঘটনার পরেই মৃতা মহিলার (Allu Arjun Arrested) পরিবারের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা জানিয়েছিলেন অল্লু অর্জুন। তারপর আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ। দেখা করতে চেয়েছিলেন ওই মৃত মহিলার পরিবারের সঙ্গে। তবে এরপরেই আজ ভোরে অল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।