এক্সপ্লোর
Advertisement
মাধুরী বনাম জ্যাকলিন: 'এক দো তিন' গানের রিমেক বিতর্কে এবার মুখ খুললেন সলমন খানও
নয়াদিল্লি: জ্যাকলিন ফার্নান্ডেজের সদ্য মুক্তি পাওয়া 'এক দো তিন' গানের রিমেক নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। 'তেজাব' সিনেমায় মাধুরী দীক্ষিতের এক দো তিন গানটি রিমেক করা হয়েছে। পুরানো দিনের হিট সিনেমা 'তেজাব'-এর পরিচালক এন চন্দ্রা 'বাগী ২' -র এই গান নিয়ে অসন্তুষ্ট। তাঁর কথায়, এই রিমেক একেবারে চূড়ান্ত মুর্খামি। শুধু তাই নয়, তিনি আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন।
এন চন্দ্রার সিনেমার এই গানের কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান। গানের রিমেক দেখার পর সরোজ এন চন্দ্রার কাছে যান এবং বিষয়টি জানান। এর আগে পর্যন্ত বিষয়টি একেবারেই অজানা ছিল তাঁর কাছে।
গানটির রিমেক দেখে প্রবীণ পরিচালক বেশ হতাশ হয়ে মন্তব্য করেন, এখন জ্যাকলিন ফার্নান্ডেজ মাধুরীর গান রিমেক করছে। এটা তো সেন্ট্রাল পার্ককে বোটানিক্যাল গার্ডেনে বদলে দেওয়ার মতো।
যদিও সরোজ এখনও পর্যন্ত গানটি নিয়ে কোনও মন্তব্য করেননি।
এদিকে, এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন 'রেস ৩' সিনেমায় জ্যাকলিনের সহ অভিনেতা সলমন খান। তাঁর মতে, মাধুরী দীক্ষিতের এই বিখ্যাত এক দো তিন গানের রিমেক নিয়ে অন্যায় কিছুই নেই।
সলমনের ট্যুইট, 'আমার তো গানটি খুব ভালো লেগেছে। সরোজ খানের ড্যান্স স্টেপ যথাযথভাবেই অনুসরণ করেছে জ্যাকলিন। মাধুরীর সঙ্গে মিল হওয়া খুবই মুশকিল। আমার দেখে ভালো লাগছে যে, জ্যাকলিন ও বরুণ আমাদের গানগুলিতে ড্যান্স করে এবং আমাদের পুরানো গানগুলিকে নতুন করে তুলে ধরছে। আমার গর্ব হচ্ছে। এনজয় করুন'।
ট্যুইটের সঙ্গে রিমেক গানের ভিডিও লিঙ্ক শেয়ার করেছেন সলমন। উল্লেখ্য, 'এক দো তিন'-এর রিমেক আগামী সিনেমা 'বাগী-২' তে রয়েছে। এই গানের দৃশ্যের শ্যুটিং হয়েছে জ্যাকলিন ও প্রতীক বব্বরকে নিয়ে। গত সোমবার ইউটিউবে গানটি রিলিজ হওয়ার পর দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এই গানটি সম্পর্কে জ্যাকলিন বলেছেন, এই গান তিনি মাধুরী দীক্ষিতকে উত্সর্গ করতে চান। কারণ, তাঁর মতো অন্য কেউ করতে পারবে না।Loved d song, Jackie has done full justice 2 d legendary moves of Saroj khan difficult to match Madhuri. Nice 2 see Varun n Jackie to our songs makes us proud n keeps d songs alive n fans listening, dancing n having a blast. Makes me proud . Enjoy Karo !https://t.co/qQ6nfnSAD1
— Salman Khan (@BeingSalmanKhan) March 21, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement