Amir Khan: 'শাহরুখ, সলমন আর আমায় মানুষ ভুলে যাবেন', হঠাৎ কেন এমন ভবিষ্যৎবাণী আমিরের?
Amir Khan News: সদ্য একটি সাক্ষাৎকারে আমির খান বলেছেন, 'প্রত্যেকটা প্রজন্মই তার আগের প্রজন্মের থেকে আরও একটু ভাল হবে

কলকাতা: এখনও তাঁদের বলা হয় বলিউডের সবচেয়ে বড় তারকা। শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan) ও আমির খান (Amir Khan)। এখনও তাঁদের এক ছবির দেখা অপেক্ষা করেন সমস্ত বলিউডপ্রেমীরা। মনে করেন, এই ৩ খানকে যদি এক ছবিতে কাস্ট করা হয়, তাহলে সেই ছবি হবে সবচেয়ে বড় হিট। তবে সদ্য একটি সাক্ষাৎকারে আমির খান বলে বসলেন, সবাই নাকি এই ৩ খানকে ভুলে যাবে! কেন হঠাৎ এমন মন্তব্য করলেন আমির?
সদ্য একটি সাক্ষাৎকারে আমির খান বলেছেন, 'প্রত্যেকটা প্রজন্মই তার আগের প্রজন্মের থেকে আরও একটু ভাল হবে। কারণ আমাদের অভিজ্ঞতাগুলো পরবর্তী প্রজন্মের কাজে লাগে। যে প্রজন্ম বর্তমানে উঠে আসছে, তাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের থেকেও বড় তারকা হবেন। আমার থেকে, শাহরুখের থেকে, সলমনের থেকে বড় তারকা কখনও কেউ হবে না এটা আমার কখনও মনে হয় না। আমরাই শেষ তারকা, বিষয়টা কিন্তু একেবারেই এমন নয়। আমাদের পরে আরও কত তারকা আসবেন।'
আমির আরও বলেন, তারকা হওয়ার রীতিই এটা। কোনও তারকাই চিরদিন তারকা থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তাদের ভুলে যায়। আমিরের কথায়, 'একটা সময় মানুষ তারকাদের হিসেব করলেও আমাদের গুনতির মধ্যেই ধরবেন না। আপনারা সবাই একদিন আমাদের ভুলে যাবেন। গোটা পৃথিবী ভুলে যাবে। এটাই তো জগতের নিয়ম। সময় পেরিয়ে যায়।'
অন্যদিকে, সদ্যই প্রকাশ্যে এসেছে আমির খানের নতুন সম্পর্কের কথা। আগেই পরিবারের সঙ্গে আলাপ করিয়েছিলেন প্রেমিকা গৌরী স্প্রাত (Gauri Spratt)-কে। তবে কী প্রতিক্রিয়া ছিল পরিবারের? তা কিন্তু আসেনি সবার সামনে। এবার গৌরীকে নিয়ে মুখ খুললেন আমির খানের বোন নিখত হেগড়ে। ইতিমধ্যেই নাকি গৌরীর সঙ্গে আলাপ হয়ে গিয়েছে তাঁর। আমিরের সঙ্গে গৌরীর সম্পর্কের কথাও ইতিমধ্যেই সবার জানা। শাহরুখ খান ও সলমন খানের সঙ্গেও নাকি গৌরীর আলাপ করিয়ে দিয়েছেন আমির। আর এবার, আমিরের পরিবারের তরফে গৌরীকে নিয়ে প্রথম মুখ খুললেন নিখত। কী বললেন তিনি? সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে নিখত গৌরীর প্রসঙ্গে বলেছেন, 'আমরা আমিরের এই সম্পর্কটা নিয়ে ভীষণ খুশি। আমির আর গৌরীকে নিয়েও ভীষণ খুশি। গৌরী মানুষ হিসেবে খুব ভাল। আমরা কেবল চাই, ওরা দু জন চিরজীবন খুশি থাকুক।' অর্থাৎ আমিরের পরিবারের সবাই ও ভীষণ খুশি হয়েই মেনে নিয়েছেন গৌরীকে। আমির খানের প্রাক্তনরাও তাঁর এই সম্পর্কের কথা জানেন। গৌরীর সঙ্গে সম্পর্কের কথা সরাসরি সামনে আসার পরেও কিরণ রাও আমির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
