Amitabh Bacchan: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না অমিতাভ বচ্চনের ছবি, কণ্ঠস্বর, নাম, নির্দেশ দিল্লি হাইকোর্টের
Delhi HC on Amitabh Bacchan: যত্রতত্র তাঁর গলা, ছবি ও নাম ব্যবহারে আপত্তি তুলে আবেদন জানিয়েছিলেন স্বয়ং শাহেনশাহই। আর তারপরেই এই নির্দেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট
মুম্বই: অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) গলায় আওয়াজ অবৈধভাবে ব্যবহার আটকাতে নতুন পদক্ষেপ দিল্লি হাইকোর্টের। শুধু গলার আওয়াজই নয়, অনুমতি না নিয়ে ব্যবহার করা যাবে না 'বিগ বি' (Big B)-র ছবি বা নামও। আজ অর্থাৎ ২৫ নভেম্বর থেকে জারি হয়েছে এই বিধিনিষেধ।
সূত্রের খবর, যত্রতত্র তাঁর গলা, ছবি ও নাম ব্যবহারে আপত্তি তুলে আবেদন জানিয়েছিলেন স্বয়ং শাহেনশাহই। আর তারপরেই এই নির্দেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। নতুন আইন অনুসারে, অমিতাভ বচ্চনের অনুমতি ছাড়া তাঁর ছবি, নাম অথবা কণ্ঠস্বর কোনোরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, এই ধরনের যা কিছু বাজারে রয়েছে সে সব তুলে নিতে হবে। অমিতাভের 'পার্সোনালিটি রাইটস' কে রক্ষা করতেই এই পদক্ষেপ।
দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা আজ জানিয়েছেন, অমিতাভ বচ্চন একটা সুপরিচিত নাম। আর তাই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক উদ্দেশ্যে তাঁর নাম, ছবি বা কন্ঠস্বর হামেশাই ব্যবহার করে থাকে। এর সবটা যে তাঁর অনুমতি নিয়ে করা হয় এমনটা নয়। আর এই বেআইনি ব্যবহারেই ক্ষুব্ধ অমিতাভ। অভিনেতার স্পষ্ট বক্তব্য, তিনি 'ব্যবহার হতে' চান না। আর তাই আইনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর অভিনেতার আর্জির মান্যতা দিয়ে আজ এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট।