'Govinda Naam Mera': মুক্তি পেল 'গোবিন্দা নাম মেরা'র প্রথম গান, ভিকি-কিয়ারার 'ডান্স নাম্বার' বিজলি প্রকাশ্যে
'Bijli' Song Out: কমেডি ঘরানার ছবি 'গোবিন্দা নাম মেরা'য় মূল ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল, কিয়ারা আডবাণী ও ভূমি পেডনেকরকে। এর আগে ছবির ট্রেলার এসেছে প্রকাশ্যে।

নয়াদিল্লি: ফের জুটি বাঁধছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। মুক্তির অপেক্ষায় 'গোবিন্দা নাম মেরা' (Govinda Naam Mera)। শুক্রবার মুক্তি পেল ছবির প্রথম গান 'বিজলি' (Bijli)। নাম ও গানের টিজারেই স্পষ্ট, দুই তারকা অনুরাগীদের উপহার দিলেন 'বলিউডি ডান্স নাম্বার'।
মুক্তি পেল 'বিজলি'
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গানের মিউজিক ভিডিও শেয়ার করে ভিকি লেখেন, 'মরসুমের সবচেয়ে বিদ্যুৎ তাড়িত গানের সুরে ভেসে যাওয়ার সময় এসেছে। মুক্তি পেয়েছে 'বিজলি' গান।'
View this post on Instagram
এই গানে কণ্ঠ দিয়েছেন মিকা সিংহ ও নেহা কক্কর। বায়ুর কলমে এই গানের সুর করেছেন সচিন-জিগর।
কমেডি ঘরানার ছবি 'গোবিন্দা নাম মেরা'য় মূল ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল, কিয়ারা আডবাণী ও ভূমি পেডনেকরকে। এর আগে ছবির ট্রেলার এসেছে প্রকাশ্যে। প্রেম ও বঞ্চনার প্যাঁচে জর্জরিত তিন তারকাকে দেখেছেন অনুরাগীরা। একেবারে 'মশালা মুভি' হতে চলেছে এই ছবি তা ট্রেলার থেকেই স্পষ্ট।
ছবিতে দেখা যাবে গোবিন্দা ওয়াঘমার নামে এক জুনিয়র ব্যাকগ্রাউন্ড ডান্সারের গল্প। তবে তাঁর জীবন খুব সহজ হবে না কারণ তাঁর মাথায় রয়েছে দেনার বোঝা। বিপুল অর্থ ধার তাঁর, সেই সঙ্গে যে কোনও মুহূর্তে চলে যেতে পারে বাড়িটাও। তবে তাঁর দুর্দশার শেষ এখানেই নয়। তাঁর স্ত্রী গৌরি (ভূমি) একটি বিবাহ বহির্ভূত সম্পর্তে লিপ্ত এবং গোবিন্দার ওপর শারীরিক অত্যাচারও করে। তাঁর জীবনের একমাত্র ভাল বা আশার আলো হচ্ছে তাঁর প্রেমিকা সুকু (কিয়ারা আডবাণী), যাঁর সঙ্গে সে মুম্বইয়ের বৃষ্টিতে প্রাণখুলে নাচতে ভালবাসে।
আরও পড়ুন: Cirkus Motion Poster: ডিসেম্বরে আসছে 'সার্কাস', চরিত্রদের সঙ্গে পরিচয় করালেন রোহিত শেট্টি
শশাঙ্ক খৈতান পরিচালিত 'গোবিন্দা নাম মেরা' ছবির প্রযোজনায় রয়েছে কর্ণ জোহরের 'ধর্মা প্রোডাকশন'। ১৬ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।






















