Amitabh and Jaya 50th wedding anniversary: বিয়ের অর্ধশতক পার, অমিতাভ-জয়ার পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা মেয়ে-নাতনির
Amitabh and Jaya: এদিন বাবা-মায়ের বিয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শ্বেতা বচ্চন একটি সাদা কালো ছবি পোস্ট করেন। শাহেনশা ও জয়া একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন।
নয়াদিল্লি: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা জুটি (Star couple of bollywood) অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন (Amitabh Bachchan and Jaya Bachchan)। আজ তাঁদের বিয়ের অর্ধশতক পার (50 Years)। ১৯৭৩ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা-মায়ের একটি সাদাকালো ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানালেন মেয়ে শ্বেতা বচ্চন (Shweta Bachchan)।
'বচ্চন-বন্ধন'-এর ৫০ বছর পূর্তি
১৯৭০-এর দশকে তাঁরা বলিউডের প্রথম সারির তারকা দম্পতি ছিলেন। একে অপরের প্রতি ভালবাসা, একসঙ্গে পথচলার অঙ্গীকার ও সেই কথা রাখা অনেকের জন্যই উদাহরণস্বরূপ।
এদিন বাবা-মায়ের বিয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শ্বেতা বচ্চন একটি সাদা কালো ছবি পোস্ট করেন। শাহেনশা ও জয়া একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন। ক্যাপশনে লেখেন, 'শুভ ৫০। এখন তোমার 'সোনালী'। এতদিনের দীর্ঘ বিয়ের রহস্যের কী জিজ্ঞেস করায় একবার আমার মা উত্তর দিয়েছিলেন - ভালবাসা, এবং মনে হয় আমার বাবা বলেছিলেন - স্ত্রী সর্বদা সঠিক কথা বলেন। এটাই দীর্ঘ এবং ক্ষুদ্র ব্যাপার।'
View this post on Instagram
ছবিতে দেখা যাচ্ছে ফুল হাতা প্যাটার্নড শার্ট ও ফ্লেয়ার্ড ট্রাউজার পরে রয়েছেন বিগ বি। অন্যদিকে শাড়িতে অনন্যা জয়া বচ্চন। শ্বেতার পোস্টে যথারীতি শুভেচ্ছার বন্যা বয়ে যায়। পরিচালক জোয়া আখতার লেখেন, 'কী সুন্দর ওঁরা?' মহীপ কপূর লেখেন, 'তোমার অভিভাবকদের শুভ ৫০তম বিবাহবার্ষিকী।'
অন্যদিকে দাদু দিদাকে বিশেষ দিনের শুভেচ্ছা জানান শ্বেতা বচ্চনের কন্যা নব্যা নন্দাও। 'কভী খুশি কভী গম' ছবির একটি স্টিল পোস্ট করে তিনি লেখেন, '৫০ বছর'।
প্রসঙ্গত, জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের প্রথম সন্তান শ্বেতা বচ্চনের জন্ম হয় ১৯৭৪ সালে। দ্বিতীয় সন্তান, অভিনেতা অভিষেক বচ্চনের জন্ম হয় ১৯৭৬ সালে। শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার বিয়ে হয় যিনি পেশায় শিল্পপতি। নব্যা ও অগস্ত্যা তাঁদের দুই সন্তান। অভিষেক বচ্চন বিয়ে করেন অভিনেত্রী ঐশ্বর্য রাইকে এবং তাঁদের এক কন্যা, আরাধ্যা বচ্চন।