এক্সপ্লোর
Advertisement
‘উচ্চতা সমস্যা নয়’, দীর্ঘাঙ্গী নায়িকাদের জন্য অমিতাভ টুইটারে পোস্ট করলেন তাঁর বায়োডেটা
মুম্বই: কাজ চাইছেন অমিতাভ বচ্চন। এমন কাজ যা তাঁকে ছাড়া আর কাউকে দিয়ে হবে না। তাই বলিউডের একটি বিশেষ সমস্যার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় নিজের বায়োডেটা পোস্ট করেছেন তিনি।
কী সেই সমস্যা যা নিয়ে চিন্তিত বলিউড? তা হল নায়কদের উচ্চতা। আমির খান, শাহিদ কপূর, সলমন খান- কেউই উচ্চতায় দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফের সমতুল্য নন। তাই পদ্মাবতে শাহিদ যখনই দীপিকার মুখোমুখি এসেছেন তাঁদের উচ্চতা মানানসই করে তুলতে হিমসিম খেয়েছেন ছবি নির্মাতা। কখনও কখনও শাহিদকে রীতিমত বেঁটে লেগেছে। একই সমস্যা আমিরেরও। ঠগস অফ হিন্দোস্তানে ক্যাটরিনার পাশে একেবারেই ছোটখাটো লাগবে তাঁকে।
এ নিয়ে একটি প্রবন্ধের কাটিং নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন বিগ বি। সঙ্গে নিজের বায়োডেটা, তাতে পরিষ্কার উল্লেখ, তাঁর উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি, তাঁকে নায়ক হিসেবে নিলে নির্মাতাদের উচ্চতার কথা ভেবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে না।
দেখুন তাঁর সেই পোস্ট
[embed]https://twitter.com/SrBachchan/status/964918493341601792?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Fpeople%2Famitabh-bachchan-can-do-what-aamir-khan-and-shahid-kapoor-cannot-uploads-resume-2082069.html[/embed]
কদিন আগেও সোশ্যাল মিডিয়ায় এমন করেই তোলপাড় ফেলে দিয়েছিলেন বিগ বি। বলেন, তাঁর ফলোয়ার সংখ্যা কমে গিয়েছে, তাই টুইটার ছাড়ছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement