এক্সপ্লোর
‘চেহরে’-র সৌজন্যে ‘বিগ বি’-র নতুন চেহারা
লম্বা সাদা দাড়ির নিচে ছোট ঝুঁটি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মাথায় টুপি- সামনে এলো বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের নতুন ছবি ‘চেহরে’-র নতুন লুক। অমিতাভের নতুন এই মিসট্রি থ্রিলারটি প্রযোজনা করছেন আনন্দ পর্বত মোসন পিকচার ও সরস্বতী এন্টারটেনসেন্ট প্রাইভেট লিমিটেড।

মুম্বই: লম্বা সাদা দাড়ির নিচে ছোট ঝুঁটি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মাথায় টুপি- সামনে এলো বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের নতুন ছবি ‘চেহরে’-র নতুন লুক। অমিতাভের নতুন এই মিস্ট্রি থ্রিলারটি প্রযোজনা করছেন আনন্দ পর্বত মোশন পিকচার ও সরস্বতী এন্টারটেনসেন্ট প্রাইভেট লিমিটেড। নিজের ব্লগে ‘চেহরে’-র কয়েকটা ছবি পোস্ট করে অমিতাভ লেখেন, ‘এই ছবিটা আমি শুরু করছি রুমি জাফরির জন্য। ওকে আমি অনেকদিন আগে থেকে কথা দিয়েছিলাম। এই ছবিতে কাজ করতে পেরে আমি সম্মানিত ও খুশি।’
টুইটারেও এই ছবির কথা জানিয়ে টুইট করেন অমিতাভ। এই ছবিতে অমিতাভের সঙ্গে দেখা যাবে ইমরান হাসমিকে। ‘বিগ বি’-র সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
ইমরান ছাড়াও এই ছবিতে রয়েছেন, কৃতি খারবান্দা, রেহা চক্রবর্তী, সিন্ধান্ত কপূর, অন্নু কপূর ও আরও অনেকে। ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে মুক্তি পাওয়ার কথা ‘চেহরে’-র।T 3161 - Another meter down .. started new film with Rumi Jafry .. "CHEHRE" .. a long standing commitment, now fructifying .. pic.twitter.com/MesZ15w8Yx
— Amitabh Bachchan (@SrBachchan) May 12, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















