এক্সপ্লোর
Advertisement
‘চেহরে’-র সৌজন্যে ‘বিগ বি’-র নতুন চেহারা
লম্বা সাদা দাড়ির নিচে ছোট ঝুঁটি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মাথায় টুপি- সামনে এলো বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের নতুন ছবি ‘চেহরে’-র নতুন লুক। অমিতাভের নতুন এই মিসট্রি থ্রিলারটি প্রযোজনা করছেন আনন্দ পর্বত মোসন পিকচার ও সরস্বতী এন্টারটেনসেন্ট প্রাইভেট লিমিটেড।
মুম্বই: লম্বা সাদা দাড়ির নিচে ছোট ঝুঁটি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মাথায় টুপি- সামনে এলো বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের নতুন ছবি ‘চেহরে’-র নতুন লুক। অমিতাভের নতুন এই মিস্ট্রি থ্রিলারটি প্রযোজনা করছেন আনন্দ পর্বত মোশন পিকচার ও সরস্বতী এন্টারটেনসেন্ট প্রাইভেট লিমিটেড।
নিজের ব্লগে ‘চেহরে’-র কয়েকটা ছবি পোস্ট করে অমিতাভ লেখেন, ‘এই ছবিটা আমি শুরু করছি রুমি জাফরির জন্য। ওকে আমি অনেকদিন আগে থেকে কথা দিয়েছিলাম। এই ছবিতে কাজ করতে পেরে আমি সম্মানিত ও খুশি।’
টুইটারেও এই ছবির কথা জানিয়ে টুইট করেন অমিতাভ। এই ছবিতে অমিতাভের সঙ্গে দেখা যাবে ইমরান হাসমিকে। ‘বিগ বি’-র সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
ইমরান ছাড়াও এই ছবিতে রয়েছেন, কৃতি খারবান্দা, রেহা চক্রবর্তী, সিন্ধান্ত কপূর, অন্নু কপূর ও আরও অনেকে। ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে মুক্তি পাওয়ার কথা ‘চেহরে’-র।T 3161 - Another meter down .. started new film with Rumi Jafry .. "CHEHRE" .. a long standing commitment, now fructifying .. pic.twitter.com/MesZ15w8Yx
— Amitabh Bachchan (@SrBachchan) May 12, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement