(Source: ECI/ABP News/ABP Majha)
Amol Palekar Hospitalised: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমল পালেকর
জানা গিয়েছে, করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন সাতাত্তর বছর বয়সী অভিনেতা পরিচালক।
মুম্বই: করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালক অমল পালেকর (Amol Palekar)। জানা গিয়েছে, করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন সাতাত্তর বছর বয়সী অভিনেতা পরিচালক। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
সাতের দশকে হিন্দি ছবির জগতের একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন অমল পালেকর। পর্দার নায়ক মানেই অত্যন্ত সুদর্শন হতে হবে, এই তকমা একেবারে ঝেড়ে ফেলে দিয়েছিলেন তিনি। বরং, একেবারে আমার আপনার পাশের বাড়ির ছেলেটিও হতে পারে রুপোলি পর্দার নায়ক, সেটাই যেন বুঝিয়ে দিয়েছিলেন অমল পালেকর। 'রজনীগন্ধা', 'চিতচোর', 'গোলমাল' একের পর এক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। সবকটি ছবিই সুপারহিট। পাশাপাশি সাদামাটা অমল পালেকরের অনাবিল হাসি মন কেড়ে নিয়েছিল দর্শকদের। এদেশের মধ্যবিত্ত মানুষের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি।
আরও পড়ুন - Lata Mangeshkar Update: নাসিকের রামকুণ্ডে 'সুর সম্রাজ্ঞী' লতা মঙ্গেশকরের অস্থিভষ্ম বিসর্জন
অমল পালেকরের স্ত্রী এক সাক্ষাৎকারে এবিপি লাইভকে বলেছেন যে, খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অমল পালেকর এখন স্থিতিশীল রয়েছেন। বয়সজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রসঙ্গত, প্রচণ্ড ধূমপান করে থাকেন এই অভিনেতা। সেজন্য তাঁকে বেশ কিছুদিন আগেও একবার হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের থেকে ভালো রয়েছে।
দীর্ঘদিন দক্ষতার সঙ্গে অভিনয় করার পর অমল পালেকর পরিচালনাতেও আসেন। 'দায়রা', শাহরুখ খান - রানি মুখোপাধ্যায় অভিনীত 'পহেলি' ছবি পরিচালনা করেছিলেন। এরপর ছবির জগত থেকে দীর্ঘ একটা বিরতি নেন। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে যদিও তাঁকে 'হাল্লা হো' ছবিতে অভিনয় করতে দেখা যায়। এই ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রিঙ্কু রাজগুরু, বরুণ সোবতি, উপেন্দ্র লিমায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, সালোনি বত্রা প্রমুখ অভিনেতারা। অমল পালেকরের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। নেট দুনিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে নানা পোস্ট করছেন শুঙাকাঙ্খীরা।