Amrita Arora Birthday: 'বেস্ট ফ্রেন্ড' অমৃতা অরোরার জন্মদিন উদযাপনে করিনা-করিশ্মা-মালাইকা
Amrita Arora Birthday: পোস্ট হওয়া সমস্ত ছবিতে না থাকলেও রাতের দিকে পার্টিতে প্রবেশ করতে দেখা যায় অভিনেতা অর্জুন কপূরকে। বাড়ির সামনে পাপারাৎজীদের ক্যামেরাবন্দি হন তিনি।
মুম্বই: ৪৪ বছরে পা দিলেন অভিনেত্রী অমৃতা অরোরা (Amrita Arora)। আর এই বিশেষ দিনটি মধ্যরাতে তাঁর সঙ্গে উদযাপন করলেন বলিউডের বিখ্যাত 'গার্ল গ্যাং' (Girl Gang)। অমৃতা অরোরাকে ভালবাসায় ভরালেন তাঁর প্রিয় বন্ধুরা। করিনা কপূর খান (Kareena Kapoor Khan), করিশ্মা কপূরের (Karishma Kapoor) সঙ্গে ছিলেন অমৃতার দিদি মালাইকা অরোরাও (Malaika Arora)।
ইনস্টাগ্রামে ছেয়ে গেছে তাঁদের সেলিব্রেশনের ছবি। পার্টির বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী করিনা কপূর। 'বেস্ট ফ্রেন্ড ফরএভার' (BFF) অমৃতাকে জড়িয়ে ছবি তুলেছেন তিনি। সামনে বড় একটা চকোলেট কেকও দেখা গেল।
এরপর অমৃতার আরও একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বেবো। তিনি লেখেন, 'হ্যাপি বার্থডে টু মাই বিএফএফ। তোমার মতো কেউ নেই। এটা আমরা।'
View this post on Instagram
মালাইকা একটি ছবি পোস্ট করেন যেখানে সকলের মাথায় বার্থডে টুপি দেখা যাচ্ছে। মালাইকার ঘনিষ্ঠ বন্ধু মেকআপ আর্টিস্ট মল্লিকা ভাটকেও দেখা যাচ্ছে ছবিতে। ক্যাপশনে মালাইকা লেখেন, 'আমাদের দলের সংযোগস্থল... আমার ছোট্ট বোনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।'
View this post on Instagram
বলিউডের একটু খোঁজ যাঁরা রাখেন তাঁদের কাছে করিনা, করিশ্মা ও মালাইকা, অমৃতার বন্ধুত্ব অজানা নয়। জন্মদিন উদযাপন থেকে শুরু করে ঘুরতে যাওয়া, পার্টি করা, প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়। এই সমস্ত ছবিতে না থাকলেও রাতের দিকে পার্টিতে প্রবেশ করতে দেখা যায় অভিনেতা অর্জুন কপূরকেও। পাপারাৎজীদের ক্যামেরাবন্দি হন তিনি।
আরও পড়ুন: Anirban Chakrabarti Exclusive: প্রকাশ্যে 'দ্য একেন'-এর প্রথম লুক, কতটা উত্তেজিত অনির্বাণ চক্রবর্তী?