'Animal' Box Office Collection: বক্স অফিসে ঝড়! বিস্তর সমালোচনা সত্ত্বেও প্রথম ৩ দিনে রেকর্ড আয় রণবীরের 'অ্যানিম্যাল' ছবির
Ranbir Kapoor Movie: প্রথম ৩ দিনের আয়ের নিরিখে নির্মাতারা নিশ্চিত খুব সহজে থামানো যাবে না সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিকে। বিশ্বজুড়ে এই ছবির আয় ছাড়িয়ে গিয়েছে ৩৫০ কোটি টাকার গণ্ডি।
নয়াদিল্লি: গত শুক্রবার, ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে হাজির হয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) অভিনীত, সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত 'অ্যানিম্যাল' ('Animal' Box Office Collection)। যতই বিরূপ প্রতিক্রিয়া পাক এই ছবি, বক্স অফিসে অপ্রতিরোধ্য আয়ের পরিমাণ। শুধু দেশেই নয়, উত্তর আমেরিকাতেও (North America) রেকর্ড গড়ার পথে এই ছবি।
প্রথম ৩ দিনে কত আয় করল 'অ্যানিম্যাল'?
প্রথম ৩ দিনের আয়ের নিরিখে নির্মাতারা নিশ্চিত খুব সহজে থামানো যাবে না সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিকে। বিশ্বজুড়ে এই ছবির আয় ছাড়িয়ে গিয়েছে ৩৫০ কোটি টাকার গণ্ডি। এমনটাই জানিয়েছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা। প্রথম ৩ দিনেই এই ছবি বিশ্বজুড়ে ৩৬০ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানান তিনি। এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন অনিল কপূর, ববি দেওল, রশ্মিকা মান্দানা।
সোমবার অপর একটি পোস্টে ট্রেড অ্যানালিস্ট জানিয়েছেন যে 'অ্যানিম্যাল' ছবি উত্তর আমেরিকাতেও বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে। সেখানে রণবীর কপূরের সিনেমা প্রথম সপ্তাহান্তেই ৬ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে যা ভারতীয় মুদ্রায় ৪১.৩ কোটি টাকা প্রায়। রমেশ বালা তাঁর 'এক্স' হ্যান্ডলে লেখেন, 'অপ্রতিরোধ্য... সমস্ত বন্দুক থেকে গুলিবর্ষণ হচ্ছে। অ্যানিম্যাল আনুষ্ঠানিকভাবে উত্তর আমেরিকার বক্স অফিসে ৬ মিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। এখনও সেই অঙ্ক ঊর্ধ্বমুখী এবং এটি একাধিক মাইলফলক পার করবে।'
অন্যদিকে, Sacnilk.com প্রকাশিত তথ্য অনুযায়ী, 'অ্যানিম্যাল' ছবিটি শুক্রবার ৬৩.৮ কোটি টাকা আয় করে। এর মধ্যে হিন্দিতে ৫৪.৭৫ কোটি, তেলুগুতে ৮.৫৫ কোটি, তামিলে ৪০ লক্ষ ও কন্নড়ে ৯ লক্ষ টাকা আয় করেছে। শনিবার সেই আয় বেড়ে দাঁড়ায় ৬৬.২৭ কোটি টাকায়। যার মধ্যে হিন্দি থেকে আয় হয়েছে ৫৮.৩৭ কোটি টাকা, তেলুগুতে ৭.৩ কোটি টাকা, তামিল ৫০ লক্ষ ও কন্নড়ে ৯ লক্ষ টাকা।
আশা করা হয়েছিল তৃতীয় দিনে অর্থাৎ প্রথম রবিবারে ৭০ কোটি টাকা আয় করবে এই ছবি। প্রত্যাশার প্রায় কাছাকাছিই আয় করেছে ছবিটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, রবিবার এই ছবি ৬৩.৪৬ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ প্রথম দিনে মোট আয়ের পরিমাণ ১৭৬.৫৮ কোটি টাকা। প্রথম ৩ দিনের আয়ের নিরিখে ইতিমধ্যেই শাহরুখের 'পাঠান'কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'অ্যানিম্যাল'। প্রথম স্থানে এখনও বিরাজ করছে কিং খানের 'জওয়ান'।
View this post on Instagram
সেন্সর বোর্ডের থেকে 'A' ছাড়পত্র পেয়েও এই ছবির ব্যবসা তাজ্জব করেছে অ্যানালিস্টদেরও। তাঁদের মতে যদি অন্য ছবির সঙ্গে না মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে একা আসত 'অ্যানিম্যাল' তাহলে লাভের অঙ্ক আরও বাড়ত।
ABP Live-এর রিভিউ অনুযায়ী কেমন হয়েছে 'অ্যানিম্যাল'?
'অ্যানিমল' ছবিটি অবশ্যই রক্তাক্ত, হিংস্র এবং ত্রুটিপূর্ণ, তা সত্ত্বেও প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের উচ্চস্বরে উল্লাস ইঙ্গিত দেয় যে এই ছবি বিনোদনমূলক। যদিও এই সিনেমা দেখার যোগ্য কিনা তা নির্ণয় করা কঠিন, তবে যাঁদের হৃদয় দুর্বল বা যাঁরা সন্দীপ রেড্ডি ভাঙ্গার এর আগের কাজগুলিকে অপছন্দ করেছিলেন তাঁদের দেখার জন্য নয় একেবারেই। এটি যেভাবে শুরু হয়েছিল সেই ধারা বজায় রেখে একটি প্রতিশ্রুতি সমেত সিনেমাটি শেষ হয়। আরও রক্তাক্ত সিক্যুয়েলের প্রতিশ্রুতি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।