Anirban Bhattacharya: পুজো করছেন, 'ভোগ' দিচ্ছেন নিজের হাতে... এই অনির্বাণ ভট্টাচার্য্য একেবারে অচেনা!
Anirban Bhattacharya-Parambrata Chatterjee: আজকের ট্রেলারের অন্যতম বড় চমক শুভাশিষ মুখোপাধ্যায়। এছাড়াও এই সিরিজে রয়েছেন রজতাভ দত্ত ও সুদীপা বসু।

কলকাতা: এর আগেই 'পর্ণশবরীর সাপ' ও 'নিকষ ছায়া'-র হাত ধরে দর্শকদের ভৌতিক আবহে নিয়ে যেতে, ভয় পাওয়াতে সক্ষম হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আর এবার তাঁর সঙ্গে এই সফরে সামিল হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য় (Anirban Bhattacharyya)। পরমব্রত অনির্বাণের হাত ধরে আসছে, নতুন ওয়েব সিরিজ, 'ভোগ'। আজ মুক্তি পেল সেই সিরিজের ট্রেলার। এই সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্নো মিত্র (Parno Mitra)। আজকের ট্রেলারের অন্যতম বড় চমক শুভাশিষ মুখোপাধ্যায়। এছাড়াও এই সিরিজে রয়েছেন রজতাভ দত্ত ও সুদীপা বসু।
এই গল্পে দেখানো হয়, একটি কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে একেবারে একাকী থাকা এক ব্যক্তির। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে। শেষ পর্যন্ত কী হয়, তার উত্তর দেবে সিরিজ। অভীক সরকারের লেখা একটি জনপ্রিয় অডিও স্টোরিকে এবার পর্দায় নিয়ে আসছেন পরমব্রত। তবে এর আগেও এই গল্প নিয়ে একটি কাজ হয়েছে। রাজর্ষি দে পরিচালিত ‘পূর্ব, পশ্চিম, দক্ষিণ— উত্তর আসবেই’-এ এই গল্পকেই তুলে ধরা হয়েছে।
এই সিরিজ সম্পর্কে অনির্বাণ বলছেন, 'এটা শুধুমাত্র একটা হরর গল্প নয়, এই গল্পের মধ্যে আবেগ রয়েছে, আর একটা দুর্দান্ত মানবিক বোধ হয়েছে।' এই গল্পে অনির্বাণের চরিত্রের নাম অতীন। একটি দেবী মূর্তি তাঁর জীবনে আসার পর থেকেই বদলে যায় সবকিছু। অন্যদিকে সিরিজে পার্ণো-র চরিত্রের নাম ডামরি। এই চরিত্রটা ভীষণ রহস্যময়। ডামরি অতীনের জীবনে এসেছিল তার বাড়িতে কাজ করার জন্য। কিন্তু ডামরি জীবনে আসার পর থেকেই বদলে যায় সবকিছু। অতীন কি আবার পারবে স্বাভাবিক জীবনে ফিরতে? সেই গল্পই দেখা যাবে 'ভোগ'-এ।
অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে পরমব্রত অভিনীত 'কিলবিল সোস্যাইটি'। হেমলক সোস্যাইটির সিক্যুয়াল এই ছবি। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ প্রসংশিত হয়েছে এই ছবি। ব্যবসাও করছে ভাল। এই ছবিতে পরমব্রতর বিপরীতে দেখা গিয়েছে কৌশানীকে। আর এই ছবির পরিচালকের ভূমিকায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়।
View this post on Instagram


















