Anirban Bhattacharyya: নতুন ছবির গান লিখলেন, গাইলেন অনির্বাণ, গলা মেলালেন দেবরাজ
Anirban Bhattacharyya News: এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গানও। তবে সদ্য মুক্তি পাওয়া এই গানে রয়েছে মজার মোড়কও
কলকাতা: 'সাজো সাজাও...'-এর পরে ফের গলা মেলালেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও দেবরাজ ভট্টাচার্য্য (Debraj Bhattacharya)। শুধু গান গাওয়া নয়, গানের কথাও লেখা অনির্বাণের কলমেই। জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly)-র সঙ্গীত পরিচালনায় মুক্তি পেল আবার বিবাহ অভিযান (Abar Bibaho Avijaan)-এর টাইটেল ট্র্যাক।
চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে 'আবার বিবাহ অভিযান'। বিদেশে মালতী-গণশার রসায়ন থেকে শুরু করে, বিদেশের মাটিতে মজার রসদ.... ফের দর্শকদের নতুন চমক দিতে হাজির অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ ভট্টাচার্য (Ankush Hazra, Rudranil Ghosh, Anirban Bhattacharya)। আর নায়িকা? নায়িকা ছাড়া কী এমন ছবি জমে? প্রথম ছবির মতোই, এখানে থাকছেন, নুসরত ফারিয়া, সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকার (Sohini Sarkar, Priyanka Sarkar, Nusraat Faria)। আর আজ মুক্তি পেল এই ছবির টাইটেল ট্র্যাক।
এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গানও। তবে সদ্য মুক্তি পাওয়া এই গানে রয়েছে মজার মোড়কও। গোটা গানে টুকরো টুকরো করে ফুটিয়ে তোলা হয়েছে মজার বিভিন্ন মুহূর্ত।
সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' মূলত তাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি। স্ত্রীয়েদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে তাইল্যান্ড পাড়ি দেবেন তিন পুরুষ। কিন্তু বিদেশের মাটিতে মজা করতে গিয়ে কোন ঝামেলায় জড়াবে তিন 'স্বামী'? বাড়িতে স্ত্রী থাকতেও বিদেশিনীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে হবে? আর সেই বিয়েতে অতিথি হয়ে হাজির হবেন স্ত্রীয়েরাও!
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া গানটিও কম্পোজ করেছেন জিৎ। গানটি লিখেছেন প্রসেন ( Prosen ) ও গেয়েছেন আদিত্য দেব (Aditya Dev)। নির্মাতাদের বিশ্বাস 'আবার বিবাহ অভিযান' বিনোদন, দুর্দান্ত কাস্ট, পরিচালক, সঙ্গীত ও চোখধাঁধানো ভিস্যুয়ালের সম্পূর্ণ প্যাকেজ হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা জামাই ষষ্ঠীর আবহে, ২৫ মে।
View this post on Instagram
আরও পড়ুন:- WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র