![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anumegha Kahali: 'কাবুলিওয়ালা'-র মিনি ফিরছে ছোটপর্দায়, কোন ধারাবাহিকে দেখা যাবে অনুমেঘাকে?
Bengali Serial: স্টার জলসার ধারাবাহিক 'হর গৌরী পাইস হোটেল'-এ ৫ বছর পরের ঘটনা সম্প্রচারিত হবে। আর সেখানেই, নায়ক-নায়িকার মেয়ের ভূমিকায় দেখা যাবে অনুমেঘাকে
![Anumegha Kahali: 'কাবুলিওয়ালা'-র মিনি ফিরছে ছোটপর্দায়, কোন ধারাবাহিকে দেখা যাবে অনুমেঘাকে? Anumegha Kahali is going to cast in a new character named Horogouri Paish Hotel know in details Anumegha Kahali: 'কাবুলিওয়ালা'-র মিনি ফিরছে ছোটপর্দায়, কোন ধারাবাহিকে দেখা যাবে অনুমেঘাকে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/83ab7e2f2ff75829780baa3c1d74a6c8170600901716349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ইতিমধ্যেই বড়পর্দায় পা রেখেছে ছোট্ট এই অভিনেত্রী। মুখ্যচরিত্রে অভিনয় করে মনও জিতে নিয়েছে দর্শকদের। শুধু কি তাই? মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র মতো দুঁদে অভিনেতার সঙ্গে দিব্যি সাবলীল অভিনয় করে গিয়েছে সে। অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। ইতিমধ্যেই 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করে ছোটপর্দার দর্শকদের মন জয় করেছে অনুমেঘা। সেই সঙ্গে, সুমন ঘোষের 'কাবুলিওয়ালা' (Kabuliwala) ছবিতে মিনির ভূমিকায় অভিনয় করে এই খুদে মিঠুনের থেকে আদায় করে নিয়েছে দরাজ সার্টিফিকেট। আর এবার, নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাকে!
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি পোস্ট করা হয়েছে অনুমেঘার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা যাচ্ছে, যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)-র কোলে বসে রয়েছে অনুমেঘা। ক্যাপশানে লেখা, 'আজ থেকে আমি ধৃতি..দেখুন "হর গৌরী পাইস হোটেল"। চ্যানেলের তরফে খবর, এই ধারাবাহিকের নায়ক-নায়িকা, শঙ্কর ও ঐশানীক মেয়ের ভূমিকায় দেখা যাবে অনুমেঘাকে। তার চরিত্রের নাম ধৃতি।
স্টার জলসার ধারাবাহিক 'হর গৌরী পাইস হোটেল'-এ ৫ বছর পরের ঘটনা সম্প্রচারিত হবে। আর সেখানেই, নায়ক-নায়িকার মেয়ের ভূমিকায় দেখা যাবে অনুমেঘাকে। এর আগেও ধারাবাহিকে অভিনয় করেছে অনুমেঘা ফলে সে অভ্যস্ত ধারাবাহিকের শ্যুটিংয়ের সঙ্গে। তবে মিঠুনের সঙ্গেও তাল মিলিয়ে অভিনয় করে গিয়েছেন অনুমেঘা। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন বলেছিলেন, 'অনুমেঘা একজন ভীষণ ভাল অভিনেত্রী। মাঝে মাঝে আমাদের সামনে এমন শট দিত, যে আমরা বড়রাই অবাক হয়ে যেতাম এত সাবলীল শট ও দেয় কি করে। ও যদি অভিনয়টা মন দিয়ে করে, তাহলে ও অনেক দূর যাবে।'
অভিনয়ের পাশাপাশি, পড়াশোনাও চালিয়ে যাচ্ছে অনুমেঘা। স্কুলে পড়ে সে। ইতিমধ্যেই এই দুইকে সামলাতে যথেষ্ট অভ্যস্ত হয়ে পড়েছে সে। অন্যদিকে, স্টার জলসার 'হর গৌরী পাইস হোটেল' ধারাবাহিকের প্রযোজনার দায়িত্ব রয়েছে যীশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থার কাঁধে। আর তাই, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হল প্রযোজক ও এই খুদে অভিনেত্রীর ছবি।
View this post on Instagram
আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ফের বিদ্যুতের ডাকে বলিউডে রুক্মিণী মৈত্র, থাকছেন নোরা ফতেহিও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)