Anurag Kashyap: 'প্রচার হোক বা না হোক, ছবি নিষিদ্ধ করা অনুচিত', দ্য কেরালা স্টোরি বিতর্কে মুখ খুললেন অনুরাগ কশ্যপ
Anurag Kashyap News: মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, এই ধরনের ছবি অশান্তি ছড়াতে পারে, উত্তাল করে তুলতে পারে রাজ্যের পরিস্থিতি। আর তাই গোটা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এই ছবির শো
কলকাতা: পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিষিদ্ধ হওয়া নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজনীতি। আর এবার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন পরিচালক অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)। তাঁর কথায়, 'এই ছবিটি প্রচারমূলক বা এতে আপত্তিকর কিছু দেখানো হয়েছে বা হয়নি সেটা পরের বিষয়। কিন্তু কোনও ছবিকে নিষিদ্ধ করা অনুচিত।'
সম্প্রতি ট্যুইটারের লেখনিতে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ হওয়া নিয়ে নিজের মত প্রকাশ করেছেন অনুরাগ। তিনি লিখেছেন, ' ছবিটির সঙ্গে কেউ একমত হোক বা না হোক, এটা প্রচার বা পাল্টা প্রচারমূলক ছবি হোক, আপত্তিকর কিছু ছবিতে থাকুক বা না থাকুক, কোনও ছবিতে এমনভাবে নিষিদ্ধ করে দেওয়া অনুচিত।'
সুধীর মিশ্রর ছবি 'আফয়া' ছবিটিও মুক্তি পেয়েছে একই দিনে। এই ছবি নিয়ে অনুরাগ বলেছেন, 'কোনও রাজ্য যদি কোনও ছবিতে 'প্রচারমূলক' বলে বন্ধ করে দিতে চায়, তার প্রতিবাদ করার অন্যতম ভাল উপায় হল দলে দলে গিয়ে ছবিটি দেখা। ছবিটি দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত তা প্রচার নাকি প্রচার নয়। নিজের মত স্পষ্ট করুন।'
এক বছর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক দানা বেধেছিল। এ বার বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে ঘিরে (The Kerala Story)। আর সেই বিতর্কে জড়িয়ে গেল বাংলাও। অসত্য এবং বিকৃত তথ্যে ভর করে, বিশেষ উদ্যেশ্য চরিতার্থ করতে ছবিটি বানানো হয়েছে বলে অভিযোগ। শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বাংলায়। তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে (The Kerala Story Controversy)।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, এই ধরনের ছবি অশান্তি ছড়াতে পারে, উত্তাল করে তুলতে পারে রাজ্যের পরিস্থিতি। আর তাই গোটা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এই ছবির শো। তামিলনাড়ুতে অবশ্য দর্শকের অভাবে বেশ কিছু মাল্টিপ্লেক্সে বাতিল হয়েছে 'দ্য কেরালা স্টোরি'-র একাধিক শো।
বাংলায় 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিষিদ্ধ করার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি নির্দেশ দিয়েছিলেন এই ছবিকে বাংলায় নিষিদ্ধ করার। আর এই সিদ্ধান্তকেি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন ছবির নির্মাতারা। সেই মামলার শুনানি হবে ১২ মে।
আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?
আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ
You agree with the film or not, be it propaganda, counter propaganda, offensive or not, to ban it is just wrong. pic.twitter.com/DxNFJC1N4w
— Anurag Kashyap (@anuragkashyap72) May 9, 2023