Anurag Kashyap: বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্ত্রী, স্মৃতিচারণা অনুরাগ কশ্যপের
Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের জীবনের একটি দিক তুলে ধরলেন অনুরাগ কশ্যপ। প্রথম স্ত্রী এবং জীবনের নানা খারাপ মুহূর্তের স্মৃতিচারণা করলেন।
![Anurag Kashyap: বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্ত্রী, স্মৃতিচারণা অনুরাগ কশ্যপের Anurag Kashyap recalls how ex-wife Aarti had kicked him out for being alcoholic, know in details Anurag Kashyap: বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্ত্রী, স্মৃতিচারণা অনুরাগ কশ্যপের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/01/40bff3851df35c8196dcdd46ed6f7b571675237834963368_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে অনুরাগ কশ্যপের (Anurag Kashyap) ছবি 'অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলায়া এফ এবং কর্ণ মেহতাকে। এছাড়াও ছবিতে একটি আকর্ষণীয় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের জীবনের একটি দিক তুলে ধরলেন অনুরাগ কশ্যপ। প্রথম স্ত্রী এবং জীবনের নানা খারাপ মুহূর্তের স্মৃতিচারণা করলেন। জানালেন, একবার তাঁর প্রথম স্ত্রী আরতী বাজাজ তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।
কেন অনুরাগ কাশ্যপকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী?
সম্প্রতি অনুরাগ কশ্যপ বলেন, 'আমি সেই সময় নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখতাম। সেটাও যখন আমি মদ্যপান করতে শুরু করতাম তখন। প্রায় দেড় বছর আমি মারাত্মকভাবে মদ্যপান করেছিলাম। আর সেই কারণেই আরতী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই সময় আমার মেয়ে আলিয়ার বয়স ছিল মাত্র ৪ বছর। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কেটেছে সেই সময় আমার জীবন। আমি অবসাদগ্রস্থ ছিলাম।'
স্ট্রাগলের দিনের স্মৃতিচারণা অনুরাগ কাশ্যপের-
নিজের কেরিয়ারের স্ট্রাগলের দিনগুলোরও স্মৃতিচারণা করেছেন অনুরাগ কশ্যপ। জানালেন, তিনি যখন রামগোপাল ভার্মার জন্য 'সত্য' ছবিটি লিখছেন, সেটি শেষও হয় নানা সমস্যার মধ্যে দিয়ে। পরিচালক বলছেন, 'নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। 'তেরে নাম' ও 'কাঁটে' ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়। আমি মদ্যপান করতে শুরু করি। আর সেই সমস্ত সমস্যার সঙ্গে লড়াই করতে শুরু করি। আমি যে যে প্রোজেক্ট লিখছিলাম, আমাকে সমস্ত প্রোজেক্ট থেকে বের করে দেওয়া হয়। জীবনের অত্যন্ত খাবার একটা অধ্যায়ের মধ্যে দিয়ে কাটিয়েছি সেসময়। ইন্ডাস্ট্রির প্রতি, সিস্টেমের প্রতি আমার ক্ষোভ তৈরি হয়েছে সেখান থেকে।'
আরও পড়ুন - The Kapil Sharma Show: ভারতী-ক্রুষ্ণার পর 'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন সিদ্ধার্থ সাগর! কারণ...
তিনি আরও বলছেন, 'সেসময় জুহু সার্কলের মাঝে একটা বাগান ছিল। সিগনাল ছাড়াই সেখান থেকে গাড়ি ঘুরত। আমি বহুদিন সেখানে শুয়ে কাটিয়েছি। কিন্তু সেখানে ভয় থাকত, গায়ের উপর দিয়ে গাড়ি না চলে যায়। এরপর ভারাসোভা লিঙ্ক রোডের কাছে একটা বড় ফুটপাথ ছিল। সেখানে বহু মানুষ লাইন দিয়ে শুয়ে থাকত। কিন্তু ওখানে শুতে গেলে ৬ টাকা করে দিতে হত। আমি সেখানেও ওই ৬ টাকা দিয়েই শুয়েছি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)