এক্সপ্লোর
Advertisement
Anushka Sharma Photos: বেবিবাম্পেই ম্যাগাজিনের চোখধাঁধানো কভার-শ্য়ুট অনুষ্কার! কী বললেন মুগ্ধ বিরাট?
'আমি নিজের জন্য এই ছবিগুলি তুলছি, জীবনের জন্য' ইনস্টাগ্রামে ছবির সঙ্গে এক কথাই লিখেলেন অনুষ্কা। সঙ্গের ছবিটি নেহাত সাধারণ নয়, নামী ফ্যাশান ম্যাগাজিন 'ভোগ ইন্ডিয়া'-র ফটোশ্যুটের ছবি। মা হতে চলেছেন নায়িকা। তার আগে বেবিবাম্প নিয়ে এই ফটোশ্যুটি চোখ ধাঁধিয়ে দিল নেটিজেনদের।
মুম্বই: 'আমি নিজের জন্য এই ছবিগুলি তুলছি, জীবনের জন্য' ইনস্টাগ্রামে ছবির সঙ্গে এক কথাই লিখেলেন অনুষ্কা। সঙ্গের ছবিটি নেহাত সাধারণ নয়, নামী ফ্যাশান ম্যাগাজিন 'ভোগ ইন্ডিয়া'-র ফটোশ্যুটের ছবি। মা হতে চলেছেন নায়িকা। তার আগে বেবিবাম্প নিয়ে এই ফটোশ্যুটি চোখ ধাঁধিয়ে দিল নেটিজেনদের।
পরণে সাদা পোশাক, মুখে লালিত্ব। 'ভোগ'-এর কভার ফটোশ্যুট অনুষ্কার জন্য নতুন নয়। তবে এই ফটোশ্যুট অবশ্যই আলাদা, বিশেষ। টেস্ট সিরিজ মাঝপথে ছেড়ে অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছেন বিরাট কোহলি। সেও তো এই একই কারণে। মা হতে চলেছেন অনুষ্কা। জানুয়ারীতেই বিরুষ্কার জীবনে আসবে নতুন সদস্য।
সোশ্যাল মিডিয়ায় প্রথম এই কথা জানিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তারপরেই শুরু হয় দিন গোনা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে করা বিরুষ্কার বিভিন্ন পোস্ট মন ছুঁয়ে যায় অনুরাগীদের।
অনুষ্কার এই ফটোশ্যুটের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কখনও সাদা ওয়েস্টার্ন আবার কখনও বেজ রঙের পোশাক, অনুষ্কার থেকে চোখ ফেরানো কঠিন। মাতৃত্বের খুশি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন নায়িকা। আর স্ত্রীর বিশেষ সময়ে তাঁর পাশে থাকতে হাজির ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট।
স্ত্রীর ছবি দেখে মুগ্ধ বিরাটও। কমেন্ট বক্সে তিনি লেখেন, 'বিউটিফুল'। আগেও সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি অনুষ্কার প্রশংসা করে দেখা গিয়েছে বিরাটকে। ব্যতিক্রম হল না এবারও।
এর আগেও একটি সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে অনুষ্কাকে। সেটি গর্ভাবস্থা যাচাই করার একটি কিটের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে অনুষ্কাকে বরাবরের মতোই সুন্দর লাগছে। অন্তঃসত্ত্বা হওয়ার পর জীবন কতটা বদলে গিয়েছে, এই বিজ্ঞাপনে সেটাই বলতে শোনা গিয়েছে অনুষ্কাকে।
এই অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার গর্ভের সন্তান যখন পা দিয়ে আঘাত করে, তখন আমি গান শুনি। আমি বুঝতে পারি, সন্তানের খিদে পেয়েছে। আমি এখন থেকেই নিজের চেয়ে সন্তানের চাহিদাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। আমার মা বলতেন, নিজে মা হলে নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে সেটা বুঝতে পারবি। মায়ের সেই কথার মর্ম এখন বুঝতে পারছি। এই অনুভূতি অসাধারণ। দুটো গোলাপি দাগ কীভাবে জীবন বদলে দিতে পারে?’
২০১৭ সালে বিয়ে হয় বিরাট-অনুষ্কার। কয়েকদিন আগেই তাঁরা তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন। আগামী মাসে তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ট হতে চলেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement