এক্সপ্লোর
অনুষ্কাকে দেখে 'কোহলি, কোহলি' ধ্বনি অনুরাগীদের, দেখুন-কীভাবে শান্ত করলেন 'সুই ধাগা' অভিনেত্রী
নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা বর্তমানে বরুণ ধবনের সঙ্গে তাঁদের আগামী সিনেমা ‘সুই ধাগা’র প্রচারের কাজে ব্যস্ত। এই কাজেই জয়পুরের বিবেকানন্দ গ্লোবাল ইউনিভার্সিটিতে আসেন অনুষ্কা ও বরুণ। তারকাদের দেখেই তরুণ অনুরাগীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর অনুষ্কাকে দেখে তাঁরা ‘কোহলি কোহলি’ ধ্বনি দিতে শুরু করেন।
কোহলির নাম শুনেই হাসি ফুটে ওঠে অনুষ্কার মুখে। অনুরাগীদের সামনেই তাঁর মুখে খুশির আভা ফুটে ওঠে। পরে তিনি বলেন, ‘হ্যাঁ হ্যাঁ হ্যাঁ...সবাই ওকে ভালোবাসে, আমিও ভালোবাসি। সবারই ওর কথা মনে হচ্ছে, আমারও মনে পড়ছে’।
অনুষ্কার এই কথা শুনে পড়ুয়ারা শান্ত হন। এরপর অনুষ্কা ও বরুণ তাঁদের সিনেমার প্রচার করেন।
বিয়ের আগে ও পরে অনুষ্কা ও বিরাট কোহলির অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে। কিন্তু কোহলির নাম শুনে অনুষ্কার মুখে খুশির আভা খেলে যাওয়ার এ ধরনের ভিডিও এই প্রথম দেখা গেল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলি বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত। ‘সুই ধাগা’ সিনেমার ট্রেলার আগেই মুক্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা ভালো সাড়া পেয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সিনেমা মুক্তি পাবে।“Jee haan haan.. Sabko unse (@imVkohli) prem hai, Mujhe bhi hai... Sabko unki yaad aa rahi hai, mujhe bhi aa rahi hai...” @AnushkaSharma 💖 #Virushka pic.twitter.com/9RQnOgzarn
— 🌚 (@jugheadjasoos) September 2, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement