Anushka on Shah Rukh Khan: 'রব নে বানা দি জোড়ি' নয়, তার আগেই এই ঘটনার সূত্রে প্রথম শাহরুখকে কাছ থেকে দেখেছিলেন অনুষ্কা!
Anushka Sharma on Shah Rukh Khan: সেই শো -তে একজন মডেল হিসেবে ছিলেন অনুষ্কা। কিন্তু রূপটান ঘরে শাহরুখের সঙ্গে দেখা হয়নি তাঁর।
কলকাতা: 'রব নে বানা দি জোড়ি' (Rab Ne Bana Di Jodi) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এই ছবির কাজ করতে গিয়েই শাহরুখের সঙ্গে তাঁর প্রথম আলাপ। তবে জানেন কি, এই ছবির আগেও, শাহরুখককে একবার সামনাসামনি দেখেছিলেন অনুষ্কা কিন্তু তখনও আলাপ করার সুযোগ হয়নি। কী ঘটেছিল সেদিন? 'জিরো' (Zero) ছবির প্রচারে এসে, সেই গল্প শুনিয়েছিলেন অনুষ্কা।
সিনেমায় কাজ করার আগে, মডেলিং করতেন অনুষ্কা। সেই সময়ে সদ্য মুক্তি পেয়েছে ওম শান্তি ওম (Om Shanti Om)। একটি বিশেষ ফ্যাশান শো-তে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) আসার কথা ছিল ছবির প্রচারের জন্য। সেই শো -তে একজন মডেল হিসেবে ছিলেন অনুষ্কা। কিন্তু রূপটান ঘরে শাহরুখের সঙ্গে দেখা হয়নি তাঁর। ফ্যাশান শো-এর একেবারে শেষে মঞ্চে আসার কথা ছিল শাহরুখের। অন্যান্য মডেলদের সঙ্গেই লাইন করে দাঁড়িয়ে ছিলেন অনুষ্কা। হঠাৎ তিনি অনুভব করেন, পিছন থেকে একটা অপূর্ব সুন্দর গন্ধ আসছে। তিনি পিছন ঘুরে দেখেন, হেঁটে মঞ্চে ঢুকছেন শাহরুখ খান। মন্ত্রমুগ্ধের মতোই তাকিয়ে ছিলেন অনুষ্কা। সেই সময়ে আলাপ করার মতো সুযোগ বা পরিস্থিতি কোনোটাই ছিল না। অনুষ্কা ভাবতেও পারেননি, এই শাহরুখ খানের হাত ধরেই তিনি প্রথম পা রাখবেন বলিউডে। তারপরে অবশ্য ফিরে তাকাতে হয়নি অনুষ্কাকে। একের পর এক হিট ছবি দিয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছেন তিনি।
বর্তমানে অভিনয়ের থেকে দূরে রয়েছেন অনুষ্কা। ছোট্ট ভামিকা আর অকায়কে নিয়েই তাঁর সংসার। অনুষ্কাকে কবে আবার বড়পর্দায় দেখা যাবে, সেই নিয়ে অনুরাগীদের মধ্যে দীর্ঘ অপেক্ষা রয়েছে। তবে জানা যাচ্ছে, ঝুলন গোস্বামীর বায়োপিকের হাত ধরেই ফের বড়পর্দায় ফিরবেন অনুষ্কা। এই ছবির শ্যুটিংয়ের কাজও অনেক দূর এগিয়ে গিয়েছে। ছবির নাম হতে চলেছে চাকদা এক্সপ্রেস। তবে সেই ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দীর্ঘদিন বিদেশে কাটানোর পরে সদ্যই দেশে ফিরেছেন অনুষ্কা। সঙ্গে রয়েছে ভামিকা ও অকায়-ও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।