Arijit Singh Maushumi Bhowmick: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অরিজিৎ সিংহের কন্ঠে মৌসুমী ভৌমিকের গান? কী বলছেন খোদ গায়িকা?
Maushumi Bhowmick on Arijit Singh: মৌসুমী ভৌমিকের একাধিক জনপ্রিয় গানের মধ্যে একটি অবশ্যই 'আমি শুনেছি সেদিন তুমি'। এই গানটি শোনেননি এমন মানুষ মেলা ভার।
কলকাতা: AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে AI -এর সাহায্য নিয়ে বিভিন্ন রকমের কাজ করা যেন দস্তুর হয়ে উঠেছে। তবে AI একদিকে যেমন মানুষের সুবিধা করে, তেমনই তৈরি করতে পারে একাধিক বিভ্রান্তিও। ঠিক যেমনটা ঘটেছে অরিজিৎ সিংহের (Arijit Singh) গলায় 'আমি শুনেছি সেদিন তুমি' গানটি নিয়ে। অরিজিৎ সিংহের গলায় এই গানটি প্রকাশ পেতেই তীর্যক মন্তব্য করে বসেন স্বয়ং এই গানটির নির্মাতা মৌসুমী ভৌমিক। কী বলেছেন তিনি?
মৌসুমী ভৌমিকের একাধিক জনপ্রিয় গানের মধ্যে একটি অবশ্যই 'আমি শুনেছি সেদিন তুমি'। এই গানটি শোনেননি এমন মানুষ মেলা ভার। কেমন হবে সেই গানটি যদি অরিজিৎ সিংহের কন্ঠে শোনা যায়? শুনতে যতটা ভাল লাগছে, অনুভূতি ততটা সুখকর হয়নি। অন্তত খোদ গায়িকার তো নাই। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহের গলায় গাওয়া গানটি পোস্ট করে লিখেছেন, 'আমার মনে হয় এটা AI দিয়ে তৈরি। আমি এখনই গানটা পুরোটা শুনলাম। বমি বমি পাচ্ছে। আমরা আসলেই অনেক পিছিয়ে পড়েছি।' বোঝাই যাচ্ছে, গায়ক অরিজিৎ সিংহকে নয়, AI দিয়ে অরিজিতের কন্ঠ নকল করে, তাঁর ছবি ব্যবহার করে এই গান তৈরি করার প্রয়াসকেই বিঁধেছেন মৌসুমী ভৌমিক। অবশ্য এই গোটা বিষয়ে অরিজিৎ সিংহের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরবর্তীতে আরও একটি পোস্ট করে মৌসমী ভৌমিক জানান, তিনি অরিজিৎ সিংহের নাম নিজের পোস্টে উল্লেখ করেননি। ফলে অরিজিৎ সিংহকে ছোট করার তাঁর কোনও উদ্দেশ্য ছিল না। অরিজিতের কোনোরকম ক্ষতি তিনি চান না, এই কথাও দ্ব্যর্থহীন ভাবে বলেছেন মৌসুমী ভৌমিক। তিনি ব্যক্তিগতভাবে অরিজিৎকে চেনেন না বলে জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, অরিজিতের কন্ঠ নিয়ে যে ছেলেখেলা করা হচ্ছে তারই প্রতিবাদ করেছিলেন তিনি। কেবল তিনিই নয়, মৌসুমী ভৌমিক মনে করেন এই খবর অরিজিৎ পর্যন্ত পৌঁছনো উচিত এবং তার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। মৌসুুমী একাধিকবার জানিয়েছেন তাঁর প্রতিবাদ কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, AI-এর এই বিশেষ প্রয়াসটির বিরুদ্ধে।
আরও পড়ুন: Deepika Padukone: মা হওয়ার আগেই কেন বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছিল দীপিকাকে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।