এক্সপ্লোর
Advertisement
লকডাউন হোক গার্হস্থ্য হিংসা, রুখে দাঁড়ান, ভিডিওয় বার্তা বিরুষ্কা, মাধুরীদের
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গেছে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সরব হয়েছেন বিরাট-অনুষ্কা, মাধুরী, বিদ্যা প্রমুখ।
মুম্বই: প্রথমে ২১ দিনের লকডাউন। তারপর আবার ১৯ দিন লকডাউন। এই সময় বেড়েছে গার্হস্থ্য হিংসা, বলছে নানা সমীক্ষা। এই পরিস্থিতিতে ঘরোয়া হিংসার বিরুদ্ধে সোচ্চার হলেন বলিউডের নামি-দামি সেলিব্রিটিরা। গলা মেলালেন বিরাট কোহলিও।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গেছে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সরব হয়েছেন বিরাট-অনুষ্কা, মাধুরী, বিদ্যা প্রমুখ। এখানে প্রত্যেকেই এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন ও পুলিশে অভিযোগ করার অনুরোধ করেছেন।
সেলেবরা বলছেন, ‘আসুন, আমরা পারিবারিক হিংসা লকডাউন করি।...আপনার সঙ্গে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে পুলিশে অভিযোগ দায়ের করুন। সময় এসেছে রুখে দাঁড়ানোর, সোচ্চার হওয়ার। যদি আপনার সঙ্গে ঘরোয়া হিংসার ঘটনা ঘটে, তাহলে রিপোর্ট লেখান।’
মাধুরী দীক্ষিত ওই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে বলেন, আমরা যখন করোনার মতো অতিমারীর সঙ্গে লড়ছি, তখন ঘরোয়া হিংসা বৃদ্ধি পাওয়া খুবই দুঃখজনক ঘটনা। এর প্রতিবাদ করুন। ১০০ নম্বরে ফোন করুন।
এই ভিডিওয় অংশ নিয়েছেন ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা রাহুল বোস, ফারহান আখতার, শাবানা আজমি প্রমুখ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement