(Source: ECI/ABP News/ABP Majha)
Smart Jodi: 'স্মার্ট জোড়ি'তে প্রতি এপিসোড কত টাকা পান অর্জুন বিজলানি ও তাঁর স্ত্রী?
সম্প্রতি অর্জুন বিজলানি (Arjun Bijlani) নিজের জীবনের বেশ কিছু দিক প্রকাশ্যে তুলে ধরেছেন। কিন্তু এই রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার জন্য কত টাকা পারিশ্রমিক পান অর্জুন বিজলানি, জানা আছে?
মুম্বই: জনপ্রিয় রিয়েলিটি শো 'স্মার্ট জোড়ি'তে (Smart Jodi) প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে ছোট পর্দার পরিচিত মুখ অর্জুন বিজলানি (Arjun Bijlani) এবং তাঁর স্ত্রী নেহা স্বামী বিজলানিকে (Neha Swami Bijlani)। সস্ত্রীক সেই অনুষ্ঠানে প্রতিযোগী অভিনেতা। সম্প্রতি এই রিয়েলিটি শোয়ের একটি প্রোমো শেয়ার করা হয়েছে, যেখানে তিনি নিজের জীবনের বেশ কিছু দিক প্রকাশ্যে তুলে ধরেছেন। কিন্তু এই রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার জন্য কত টাকা পারিশ্রমিক পান অর্জুন বিজলানি, জানা আছে?
আরও পড়ুন - Jeet: নতুন ছবির ঘোষণা করলেন জিৎ, উত্তেজিত অনুরাগীরা
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'মিলে যব হম তুম' দিয়ে অভিনয় জীবন শুরু করেন অর্জুন বিজলানি। তারপর একাধিক ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। কখনও অভিনেতা হিসেবে নজর কেড়েছেন। আবার কখনও সঞ্চালক হিসেবে দর্শকের মন জিতে নিয়েছেন। গত বছর পরিচালক রোহিত শেট্টি সঞ্চালিত 'খতরো কে খিলাড়ি'র বিজয়ী হন তিনি। ২০১৫ সালে অর্জুন বিজলানিকে দেখা যায় 'মেরি আশিকি তুম সে হি' ধারাবাহিকে। পরবর্তীকালে নজর কাড়েন 'নাগিন' ধারাবাহিকে। ব্যস, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রিয়েলিটি শো 'স্মার্ট জোড়ি'র সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া দম্পতি অর্জুন বিজলানি এবং নেহা স্বামী বিজলানি। জানা যাচ্ছে, এই রিয়েলিটি শোয়ের প্রতি এপিসোডের জন্য অর্জুন ও তাঁর স্ত্রী নেহা পারিশ্রমিক হিসেবে পান ৭ লক্ষ টাকা।
প্রসঙ্গত, সম্প্রতি অর্জুন বিজলানি জানিয়েছেন যে, বিয়ের পর আর্থিক সমস্যার কারণে তাঁর স্ত্রী গর্ভপাত করাতে বাধ্য হন। অর্জুন বিজলানি বলেন, 'আমাদের বিয়ে হয়। তারপর এক বছরের মধ্যেই আমরা জানতে পারি যে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সেই সময় আমার হাতে কোনও কাজ ছিল না। প্রায় এক থেকে দেড় বছর আমি কোনও কাজ করছিলাম না। স্বাভাবিকভাবেই সন্তান একটা বড় দায়িত্ব। তাই সেই সময় আমরা ওই পরিস্থিতিতে এক বড় ঝুঁকি নিতে চাইনি। ও (নেহা স্বামী) বুঝেছিল, খুব কাঁদছিল। আমারও অদ্ভূত লাগছিল সেই পরিস্থিতি। কারণ, সেই সময় আমার অ্যাকাউন্টে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা মতো পড়ে ছিল। সেই সময় আমি কীইবা করতে পারতাম। আমার নিজের লজ্জা লাগছিল যে আমি সন্তানের দায়িত্ব নিতে পারছি না। আমরা হাসপাতালে যাই। আর গর্ভপাত করাতে বাধ্য হই।'