Armaan Malik Engagement: হাঁটু মুড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব গায়ক আরমান মালিকের, পোস্ট করলেন ছবি
Armaan Malik: বেইজ প্যান্টস্যুট পরে আরমান মালিক, অন্যদিকে ফ্যাশন ইনফ্লুয়েন্সার আশনার পরনে সাদা ফ্লোরাল প্রিন্টের ড্রেস। প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে একেবারে ফিল্মি কায়দায় বিয়ের প্রস্তাব দিলেন আরমান।
নয়াদিল্লি: জনপ্রিয় গায়ক (Singer) ও সঙ্গীত পরিচালক (Music Composer) আরমান মালিক (Armaan Malik Engagement) ঘোষণা করলেন তাঁর প্রেমিকা আশনা শ্রফের (Aashna Shroff) সঙ্গে বাগদানের কথা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একগুচ্ছ ছবি। হাঁটু মুড়ে বসে স্বপ্নিল ঢঙে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব (proposal) দিলেন আরমান। আলিঙ্গনে বাঁধলেন একে অপরকে।
ফিল্মি কায়দায় বাগদান সারলেন সঙ্গীতশিল্পী আরমান মালিক
বেইজ রঙের প্যান্টস্যুট (Beige Pantsuit) পরে আরমান মালিক, অন্যদিকে ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Fashion Influencer) আশনার পরনে সাদা ফ্লোরাল প্রিন্টের ড্রেস (Floral Printed Dress)। প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে একেবারে ফিল্মি কায়দায় বিয়ের প্রস্তাব দিলেন আরমান। শেয়ার করলেন সেই মুহূর্তের মিষ্টি ছবি। আশনার আঙুলে ভালবেসে পরিয়ে দিলেন আংটি। সাদা কাপড় ও ফুলে সাজানো স্থানে আরও নজর কাড়ল তাঁদের সাজ।
View this post on Instagram
এদিন ছবি পোস্ট করে গায়ক লেখেন, 'এবং আমাদের চিরদিন সবে শুরু হল।' আরমানের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা। এষা গুপ্তা, জরিন খানের মতো তারকারা ভরালেন কমেন্ট বক্স। শুভেচ্ছা জানালেন হবু দম্পতিকে। বরুণ ধবন, টাইগার শ্রফ, ঈশান খট্টর, দিব্যাঙ্কা ত্রিপাঠী, হর্ষদীপ কৌর, সোফি চৌধুরীও শুভেচ্ছা জানান তাঁদের।
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও সফল গায়ক আরমান মালিক। তিনি গান গেয়েছেন একাধিক ভাষায় যার মধ্যে হিন্দি, তেলুগু, ইংরেজি, বাংলা, কন্নড়, মরাঠি, তামিল, গুজরাতি, পাঞ্জাবী, উর্দু ও মালয়লম অন্যতম। বলিউডকে একাধিক হিট সিঙ্গলস দিয়েছেন তিনি। গায়ক ও সঙ্গীত পরিচালক আমাল মালিকের ছোট ভাই হচ্ছেন আরমান মালিক।
আরমানের প্রেমিকা ও হবু স্ত্রী আশনা শ্রফ একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার। আরমান ও আশনা এর আগে একসঙ্গে প্রায়ই ছবি শেয়ার করেন, এদিনের প্রেম প্রস্তাবের ছবিও শেয়ার করেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial