এক্সপ্লোর
Advertisement
যে গান আশাকে 'ফিল্মফেয়ার' পুরস্কার এনে দিলেও সিনেমায় জায়গা পায়নি!
নয়াদিল্লি: জানেন কি, যে গানের জন্য ১৯৭৪-এ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-এ সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলেন আশা ভোঁসলে, সে গান কোনও সিনেমায় ব্যবহারই হয়নি।
গানটি ছিল 'চ্যান সে হাম কো কভি আপ নে জিনে না দিয়া'। এস এইচ বিহারির লেখা। গীতিকার ও পি নায়ারের কম্পোজিশনে সেটিই ছিল আশার শেষ গান। ১৯৭৩-এ প্রথম বেতারে গানটি বেজেছিল। ১৯৭৪-এ 'প্রাণ জায়ে পর বচন না জায়ে' ছবিতে সেই গান ব্যবহারের কথা থাকলেও শেষ পর্যন্ত তা ব্যবহৃত হয়নি।
আশার সঙ্গীত ও ব্যক্তিগত জীবন নিয়ে লেখা রাজু ভারতনের নতুন বই 'আশা ভোঁসলে: আ মিউজিক্যাল বায়োগ্রাফি'-তে এই তথ্য প্রকাশ পেয়েছে। মূলত, ওপি নায়ার, এস ডি বর্মণ এবং আর ডি বর্মণের সঙ্গে আশার যে মিউজিক্যাল জার্নি, তাই স্থান পেয়েছে এই দু'মলাটের বইয়ে। সেখানে আরও বলা হয়েছে, বিয়ের পর নাকি সঙ্গীত-জীবন থেকে সরে যেতে চেয়েছিলেন আশা। একজন গৃহবধূ হয়েই কাটাতে চেয়েছিলেন। তাঁর স্বামীই তাঁকে গান গাওয়া চালিয়ে যেতে জোর করেন।
ওই বই সূত্রেই জানা গিয়েছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার নিতে যাননি আশা। আশার অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন নায়ার স্বয়ং।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement