এক্সপ্লোর
এই বয়সে আমি শুধু শান্তি চাই, প্যারাডাইস পেপারে নাম ওঠার পর বললেন অমিতাভ বচ্চন
মুম্বই: বোফর্স কেলেঙ্কারিই হোক বা পানামা পেপার- সব তদন্তে তিনি সব সময় প্রশাসনকে সাহায্য করেছেন কিন্তু জীবনের এই পর্যায়ে এখন তিনি শুধু শান্তির সন্ধানী। প্যারাডাইস পেপারে নাম ওঠার ঘটনায় বললেন অমিতাভ বচ্চন।
অমিতাভ সহ ৭১৪ জন ভারতীয়র প্যারাডাইস পেপারে নাম রয়েছে। বলা হয়েছে, কর ফাঁকির জন্য বিদেশে লগ্নি করেছেন এঁরা। এ নিয়ে নিজের ব্লগে বিস্তারিত লিখেছেন বিগ বি। বলেছেন, কাল এমন অভিযোগ আবার উঠতে পারে, চলতেই পারে অভিযোগের পর অভিযোগ...
বৃহন্মুম্বই পুরসভার একটি নোটিশের প্রেক্ষিতে শুরু হয়েছে তাঁর পোস্ট। অভিযোগ, নিজের জমিতে বেআইনি নির্মাণ করেছেন তিনি। তারপর ধীরে ধীরে এসেছে পানামা পেপার, বোফর্স কাণ্ড সংক্রান্ত নানা প্রশ্ন, নানা অভিযোগ। তবে প্যারাডাইস পেপারের কথা তিনি বলেননি।
মেগাস্টার লিখেছেন, এই বয়সে ও জীবনের এই পর্যায়ে পৌঁছে এখন তিনি শুধু শান্তির সন্ধান করছেন, খ্যাতির বন্দিদশা থেকে স্বাধীনতা খুঁজছেন... যাতে ঝীবনের শেষ কয়েকটা বছর নিজের মত করে, নিজের ইচ্ছেয় কাটানো যায়।
তিনি বলেছেন, বিএমসির সেই নোটিশ এখনও তাঁর হাতে আসেনি কিন্তু সংবাদপত্রের রিপোর্টের ভরসায় তাঁর আইনজীবী ইতিমধ্যেই এ নিয়ে বিবৃতি দিয়েছেন।
যখন পানামা পেপারে নাম উঠেছে বলে অভিযোগ উঠল তখনও তিনি বলেছেন, তাঁর ব্যাপারে ভুল খবর ছড়ানো হচ্ছে। কিন্তু সে কথা কেউ শোনেনি।
নানা প্রশ্নের জবাব দিতে দিতে, তদন্তকারী অফিসারদের মুখোমুখি হতে হতে তিনি ক্লান্ত। যদি এবারেও তাঁর বিরুদ্ধে নতুন কোনও অভিযোগ ওঠে তবে এবারেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন তিনি। বিগ বি জানিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement