(Source: ECI/ABP News/ABP Majha)
Chandigarh Kare Aashiqui: এবার ওটিটিতেও দেখতে পারেন 'চণ্ডীগড় করে আশিকি'
'চণ্ডীগড় করে আশিকি' (Chandigarh Kare Aashiqui) ছবিতে আয়ুষ্মান খুরানা এবং বাণী কপূর ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বাজাজ, গৌরব শর্মা, গৌতম শর্মা, যোগরাজ সিংহ, অঞ্জন শ্রীবাস্তব এবং আরও অনেক তারকা।
মুম্বই: গত ১০ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) এবং বাণী কপূরের (Vaani Kapoor) জনপ্রিয় ছবি 'চণ্ডীগড় করে আশিকি' (Chandigarh Kare Aashiqui)। ছবিতে দুই তারকার অভিনয় খুবই প্রশংসিত হয়। শুধু সাধারণ দর্শকের থেকেই নয়, প্রশংসিত হয় বলিউডের অন্দরেও। হৃত্বিক রোশনের মতো তারকাও এই ছবিতে আয়ুষ্মান খুরানার অভিনয়ে মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। হয়তো মনে মনে ইচ্ছে ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সিনেমাহলে মুক্তি পেলেও হয়তো অনেক দর্শকই এখনও পর্যন্ত ছবিটা দেখে উঠতে পারেননি। তাঁদের জন্য সুখবর নিয়ে এসেছেন নির্মাতারা। এবার ওটিটি প্ল্যাটফর্মেই দেখে নিতে পারবেন পছন্দের 'চণ্ডীগড় করে আশিকি'।
জানা গিয়েছে, আজ অর্থাৎ ৭ জানুয়ারি থেকে স্ট্রিমিং জায়েন্টে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে 'চণ্ডীগড় করে আশিকি' (Chandigarh Kare Aashiqui)। সম্প্রতি নেটফ্লিক্সের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আয়ুষ্মান খুরানা ও বাণী কপূর অভিনীত এই ছবি এবার দর্শকের হাতের মুঠোয়। দর্শকের পছন্দের ওটিটি প্ল্যাটফর্মে এবার এক ক্লিকেই পছন্দের ছবি দেখে নিতে পারবেন। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নেটফ্লিক্সের পক্ষ থেকে লেখা হয় যে, 'স্বীকৃত প্রেমিকরা আসছেন আশিকি করতে। আর আমরা তার সাক্ষী থাকার জন্য তৈরি। 'চণ্ডীগড় করে আশিকি' এখন থেকে স্ট্রিমিং হচ্ছে নেটফ্লিক্সে।'
আরও পড়ুুন - Ranbir Alia Update: এই বলিউড অভিনেত্রীর জন্য ফোটোগ্রাফার হলেন রণবীর, আলিয়া জানেন তো?
'চণ্ডীগড় করে আশিকি' ছবিতে আয়ুষ্মান খুরানা এবং বাণী কপূর ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বাজাজ, গৌরব শর্মা, গৌতম শর্মা, যোগরাজ সিংহ, অঞ্জন শ্রীবাস্তব এবং আরও অনেক তারকা। রোম্যান্টিক এই ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২১-এর জুলাইয়ে। কিন্তু পরবর্তীকালে মুক্তির দিন বদলের ঘোষণা করেন নির্মাতারা। করোনা পরিস্থিতিতে বহু বলিউড ছবির মতো এই ছবির মুক্তিও স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে ৯ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাহলে। অক্ষয় কুমার, লারা দত্তের 'বেল বটম' ছবির পর 'চণ্ডীগড় করে আশিকি' দ্বিতীয় ছবি, যেটি করোনা পরিস্থিতিতে মাত্র দু মাসের মধ্যেই ছবির শ্যুটিং শেষ করে।