Dream Girl 2: সামনেই ছবি মুক্তি, প্রচারে অভিনব পন্থা নিল টিম 'ড্রিম গার্ল ২'
Bollywood News: ২৫ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ড্রিম গার্ল ২'।
কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা ও অনন্য়া পান্ডের ছবি 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। তাই ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে ছবির প্রচার কাজ। আর এবার ছবির একটি ক্লিপিং সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে, তাঁর বাবা অর্থাৎ অনু কপূরকে দেখা যাচ্ছে। মজার এই ক্লিপিংটি ইতিমধ্য়েই পছন্দ করেছেন সিনেপ্রেমীরা।
উল্লেখ্য়, ছবির প্রচারে গতকালই একটি ভিডিও পোস্ট করেছিলেন আয়ুষ্মান। যেখানে দেখা যাচ্ছে, হেমা মালিনীর সঙ্গে 'ড্রিম গার্ল' (Dream Girl) গানে পা মেলাচ্ছেন অভিনেতা।এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরই তা পছন্দ হয় অনুরাগীদের।
আরও পড়ুন
https://www.instagram.com/p/CwFWpVQINgT/
প্রসঙ্গত, এই ছবি প্রসঙ্গে, সম্প্রতি আয়ুষ্মান জানিয়েছেন, ব্য়ক্তিগত জীবনেও সমস্য়া এড়াতে গার্লফ্রেন্ডের বাবার সঙ্গে মহিলা কণ্ঠে কথা বলতে হয়েছিল তাঁকে। অভিনেতা জানান, ' অতীত জীবনে রেডিও জকি এবং থিয়েটারে কাজের অভিজ্ঞতা আমাকে সত্যিই খুব সাহায্য করেছে এই ছবির জন্য়। আমি যখন রেডিও স্টেশনে কাজ করতাম তখন একজন মহিলা হিসাবে আমি প্র্যাঙ্ক কল করতাম। তাছাড়া, আমি আমার প্রথম গার্লফ্রেন্ডকে ফোন করতাম মহিলা কণ্ঠেই কথা বলতাম। একবার গার্লফ্রেন্ডকে ফোন করেছিলেন তখন তাঁর বাবা ল্যান্ডলাইনটি তুলে নেন, সেইসময় আমায় মহিলা কণ্ঠে কথা বলতে হয়েছিল।'
উল্লেখ্য়, ট্রেলারে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurana) নতুন করে চমকে দিয়েছিলেন দর্শককে। লেহঙ্গা-চোলি থেকে শুরু করে সালোয়ার কামিজ... আয়ুষ্মানে মজে গিয়েছিল পুরুষ থেকে নারী সবাই। ট্রেলারে গল্পের কিছুটা আঁচও পাওয়া গিয়েছিল। আয়ুষ্মানের প্রেমিকা অনন্যা। তাঁর বাবার শর্ত, বিয়ের জন্য বেশ কিছু অর্থ উপার্জন করতে হবে আয়ুষ্মানকে। নারীকন্ঠ নকল করে অনেক সময় অনেক মজা বা টুকটাক প্রয়োজন মিটিয়েছিলেন আয়ুষ্মান, তবে এবার তাঁকে অর্থ উপার্জনের ভূমিকায় হিসেবে বেছে নিতে হয় সেই নারীচরিত্রকেই। বিভিন্ন জায়গায় নারীর বেশে পারফর্ম করতে শুরু করেন আয়ুষ্মান।
আয়ুষ্মান খুরানার সঙ্গে এই ছবিতে দেখা যাবে অনন্যা পাণ্ডে (Ananya Panday), পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহর মত অভিনেতাদের।
একতা কপূর প্রযোজিত এই সিক্যুয়েল দেখতে উদগ্রীব জনতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন