এক্সপ্লোর
Advertisement
‘বাহুবলী ২’-এর ভিডিও ফাঁস, অনলাইনে ক্লিপ আপলোডের অভিযোগে গ্রেফতার গ্রাফিক আর্টিস্ট
হায়দরাবাদ: 'বাহুবলী ২'-এর ৬ মিনিটের ক্লিপিং ইউটিউবে আপলোডের অভিযোগে গ্রেফতার এক গ্রাফিক ডিজাইনার।
পুলিশ সূত্রে খবর, 'বাহুবলী ২'-এর প্রযোজক গতকাল রাতে ছবির কিছুটা অংশের ভিডিও অনলাইনে দেখতে পান। এরপরই তিনি অন্যান্যদের ব্যাপারটি জানান। বিষয়টি খতিয়ে দেখতে বলেন। তাতে দেখা যায়, ৬ মিনিটের একটি ক্লিপিং অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এরপরই হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে প্রযোজক টিম।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিও-এ 'বাহুবলী ২'-এর গ্রাফিক ডিজাইনিং-এর কাজ হয়। প্রযোজক টিম দেখেন, কৃষ্ণ দয়ানন্দ চৌধুরী নামে এক প্রশিক্ষণরত গ্রাফিক আর্টিস্ট স্টুডিও-র সার্ভার থেকে ছবির ক্লিপিংস চুরি করেছেন। চলিচৌকিতে চৌধুরীর বাড়িতে হানা দেয় টিম। চেক করা হয় তাঁর ল্যাপটপ। তাতে দেখা যায়, চুরি করা ভিডিওটি রয়েছে তাঁর ল্যাপটপেই। শুধু তাই নয়, ক্লিপটি পাওয়া গেছে তাঁর মোবাইল ফোনেও। দুই বন্ধুকে সেই ভিডিও পাঠিয়েছেন তিনি। চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রযোজক টিম জানিয়েছে, ক্লিপিংসটি যাতে বেশি ছড়িয়ে না পড়ে, তাই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর যাতে ছড়িয়ে না পড়ে নেওয়া হচ্ছে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও। ভিডিওটিতে মূল দুই চরিত্র প্রভাস এবং অনুষ্কা শেট্টির যুদ্ধের দৃশ্য ছিল বলে খবর। আগামী ২৮ এপ্রিল, ২০১৭ মুক্তি পাবে ‘বাহুবলী ২’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement