এক্সপ্লোর
স্ত্রীর আত্মহত্যা, গ্রেফতার বাহুবলী-র এই অভিনেতা
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধে নাগাদ ৩৪ বছর বয়সী ভারতী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

মুম্বই: বাহুবলী-র অভিনেতা মধু প্রকাশের স্ত্রী ভারতী প্রকাশ আত্মহত্যা করলেন। মধুর বিরুদ্ধে স্ত্রীর বিরুদ্ধে পণের দাবিতে শারীরিক নির্যাতন ও গার্হস্থ্য হিংসার অভিযোগ আনা হয়েছে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এসএস রাজামৌলীর সুপার ডুপার হিট ছবি বাহুবলী-তে একটি ছোট চরিত্রে মধুকে দেখা যায়। ২০১৫ সালে ভারতীকে বিয়ে করেন তিনি, তাঁরা থাকতেন তেলঙ্গানায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধে নাগাদ ৩৪ বছর বয়সী ভারতী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ এসে তাঁর দেহ হাসপাতালে নিয়ে যায়। ভারতীয় বাবা মধুর বিরুদ্ধে পণের দাবিতে উৎপীড়ন ও মারধরের অভিযোগ এনেছেন। মেয়েকে প্রতারণারও অভিযোগ করেছেন তিনি। এই সব কারণেই তাঁর মেয়ে জীবন শেষ করে দিতে বাধ্য হয়েছেন বলে তাঁর দাবি। মধুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় পণের দাবিতে উৎপীড়নের মামলা রুজু করেছে পুলিশ। তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে তারা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















