Baba, Baby, O Update: বছরের প্রথম দিনে ট্রেলার মুক্তি, দেখা যাবে 'বাবা, বেবি, ও...' ছবির প্রথম ঝলক
Baba, Baby, O Update: সম্প্রতি ছবির প্রথম গান 'এই মায়াবী চাঁদের রাতে' (Ei Mayabi Chander Raate) প্রকাশ্যে এসেছে। বেশ প্রশংসিতও হয়েছে। ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন যীশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়।
কলকাতা: বছর শেষে মন ভাল করা মোশন পোস্টার প্রকাশ, সেই সঙ্গে খুশির খবর ঘোষণা করল প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ' (Windows Productions)। নিজেদের সোশ্যাল মিডিয়ায় 'বাবা, বেবি, ও...' (Baba, Baby, 0...) ছবির একটি মোশন পোস্টার শেয়ার করা হয়। একই সঙ্গে ছবির প্রথম ঝলক দেখানোর দিনও ঘোষণা হয়। নতুন বছরের প্রথম দিনই দেখা যাবে প্রথম ঝলক।
এদিন মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'বাবা, বেবি, ও... তার নিজের প্রথম ঝলক আপনাদের দেখাতে প্রস্তুত। আপনারাও কি নতুন বছর বাবা, বেবি, ও...র সঙ্গে শুরু করতে ইচ্ছুক? ১ জানুয়ারি, ২০২২, ট্রেলার লঞ্চ।' ৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
View this post on Instagram
সম্প্রতি ছবির প্রথম গান 'এই মায়াবী চাঁদের রাতে' (Ei Mayabi Chander Raate) প্রকাশ্যে এসেছে। বেশ প্রশংসিতও হয়েছে। ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন যীশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায় (Solanki Roy and Jisshu Sengupta)।
আরও পড়ুন: Shehnaaz Gill Video: ভাইরাল শেহনাজ গিলের নাচের ভিডিও, কটাক্ষ করে পোস্টে 'ট্রোলড' অসীম রিয়াজ
'বাবা, বেবি, ও...' ছবির গল্প একজন চল্লিশোর্ধ্ব ব্যক্তিকে নিয়ে। যাঁর নাম মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় (Megh Roddur Chattopadhyay)। এই ভদ্রলোক সিদ্ধান্ত নেন যে সারোগেসির মাধ্যমে পিতৃত্বের স্বাদ নেবেন তিনি। তবে কুড়ির কোঠায় থাকা বৃষ্টি রায়ের (Brishti Roy) সঙ্গে আলাপের পর তাঁর জীবন বদলে যায়। ছবির মূল বক্তব্য, প্রেম ও ভালবাসা যে কোনও সময়ে যে কোনও জায়গায় হতে পারে। ছবিটি মুক্তি পাচ্ছে 'প্রেম দিবস'-এর প্রাক্কালে, ৪ ফেব্রুয়ারি ২০২২-এ।