Badam Kaku: কুমোরটুলি থেকে ভিক্টোরিয়া, হলুদ ট্যাক্সিতে কলকাতা ভ্রমণ করে 'বাদামকাকু'-র স্বপ্নপূরণ
Badam Kaku: ভুবন বাদ্যকরের স্বপ্ন ছিল কলকাতা ঘুরে দেখার। ইসমার্ট জোড়ির সৌজন্য পূরণ হল তাও। হলুদ ট্যাক্সিতে চড়ে ভিক্টোরিয়া থেকে কুমারটুলি ঘুরে বেড়ালেন, কামড় বসালেন ফুচকায়
কলকাতা: যেন স্বপ্নকে ছুঁয়ে দেখা। প্রথমবার হলুদ ট্যাক্সিতে তিলোত্তমাকে ঘুরে দেখা। বাদাম কাকু, ওরফে ভুব বাদ্যকরের স্বপ্নপূরণ, সৌজন্যে 'ইসমার্ট জোড়ি'।
তারকা দম্পতিদের গল্প নিয়ে শুরু হয়েছে নতুন রিয়্যালিটি শো 'ইসমার্ট জোড়ি' (Ishmart Jodi)। এই ধারাবাহিকের সঞ্চালনায় দায়িত্বে রয়েছেন অভিনেতা জিৎ (Jeet)। এর আগে নাচের মঞ্চে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবার তারকা জুটির গল্প শুনবেন তিনি। গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক ইতিমধ্যেই ছাপ ফেলেছে দর্শকদের মধ্যে। এই শো-তে বিভিন্ন জুটিরা এসেছেন। এর মধ্যেই রয়েছেন ভুবন বাদ্যকর আর তাঁর স্ত্রী।
ভুবন বাদ্যকরের স্বপ্ন ছিল কলকাতা ঘুরে দেখার। ইসমার্ট জোড়ির সৌজন্য পূরণ হল তাও। হলুদ ট্যাক্সিতে চড়ে ভিক্টোরিয়া থেকে কুমোরটুলি ঘুরে বেড়ালেন, কামড় বসালেন ফুচকায়। কখনও আবার মেয়ের মুখে তুলে দিলেন আইসক্রিম। একদিনের কলকাতা সফরে স্বপ্নপূরণ বাদামকাকু ভুবনের। চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সেই ভিডিও। সেখানে কুমারটুলিতে গিয়ে প্রণাম করছেন বাদামকাকুর পরিবার, কখনও আবার ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরে দেখছেন শহর কলকাতা।
আরও পড়ুন: Belashuru Exclusive: 'শিয়ালদা স্টেশনে যখন ট্রেন এসে থামল, সবার চোখে জল..'
এই ধারাবাহিকে প্রথম দিনের অতিথি ছিলেন রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। 'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল তাঁদের ভালোবাসার। তারপর হাতে হাত রেখে কাটিয়ে ফেললেন প্রায় ৬ বছর। সদ্য মা-বাবা হয়েছেন এই জুটি। কোলে এসেছে একরত্তি পুত্র। এখন মধুবনী আর রাজার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে শুধুই দেখা যায় একরত্তি ছেলের বিভিন্ন কীর্তিকলাপ।
'ইসমার্ট জোড়ি'-র মঞ্চে নিজেদের ভালোবাসার গল্প শোনাতে গিয়ে মধুবনী বলেন, রাতে ছেলে বাদশাকে খাইয়ে শোওয়াতে গিয়ে দেখেন তাঁর ১০৪ জ্বর। চিকিৎসক জানিয়েছিলেন, জ্বর নামাতেই হবে। এরপর সারা রাত রাজা তাঁর মাথায় জলপট্টি দিয়েছিলেন। মধুবনী যোগ করেন, ‘ছোটবেলায় জ্বর হলে মা যেমন জলপট্টি করে দিত, ও আমার জন্য তেমনই করেছে।’ স্ত্রীর পাশে দাঁড়িয়ে রাজার তখন চোখ ছলছল। এরপরই স্ত্রী মধুবনীকে আগলে রাখতে নিতে গিয়েছে রাজাকে।