Arun Roy Demise: ক্যানসারের কাছে হার মানল জীবন, প্রয়াত দেবের 'বাঘাযতীন'-এর পরিচালক অরুণ রায়
Baghajatin Director Arun Roy Demise: দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন পরিচালক। সদ্য তাঁকে হাসপাতালেও দেখতে গিয়েছিলেন দেব
কলকাতা: প্রয়াত 'বাঘাযতীন' ছবির পরিচালক অরুণ রায় (Arun Roy Demise)। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। ক্যানসারে আক্রান্ত ছিলেন পরিচালক। ভর্তি ছিলেন আরজি কর হাসপাতালে। বৃহস্পতিবার সকালে তিনি আরজি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। আইসি ইউ তে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। গত কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল পরিচালকের।
দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন পরিচালক। সদ্য তাঁকে হাসপাতালেও দেখতে গিয়েছিলেন দেব (Dev)। পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। পরিচালক অরুণ রায়-ও দেবকে যথেষ্ট স্নেহ করতেন। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি দেব-এর 'খাদান' ছবিটির প্রশংসা করে পোস্ট করেছিলেন। দেবের সঙ্গে তাঁর আগামী কাজেরও পরিকল্পনা ছিল। তবে সেই পরিকল্পনা আর কাজে পরিণত হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক।
দেবকে নিয়ে ‘বাঘা যতীন’ ছবিটি তৈরি করেছিলেন অরুণাভ রায়চৌধুরী ওরফে অরুণ। সমালোচকদের মধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছিল এই ছবি। তাঁর প্রথম ছবির নাম ছিল হীরালাল। দর্শকদের মধ্যে ভীষণ প্রশংসিত হয়েছিল এই ছবি। সেই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন কিঞ্জল নন্দ। পরিচালকের পরের দিকের ছবি 'বিনয় বাদ দীনেশ'-এও অভিনয় করেছিলেন কিঞ্জল। সঙ্গে ছিলেন অর্ণ মুখোপাধ্যায়েও। সেই ছবিও সমালোচকদের মধ্যে খুব প্রশংসিত হয়েছিল। পুজো ছবির গল্পটাই সাদায় কালোয় এঁকেছিলেন পরিচালক।
সোশ্যাল মিডিয়ায় আজ অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছেন, প্রয়াত পরিচালককে ১টার সময়ে হরিদেবপুর এর বাড়িতে নিয়ে যাওয়া হবে। ১.৩০ এ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের মৃত্যুর খবরে কিঞ্জল নন্দ লিখেছেন, 'হীরালালের মতোই, আমার হীরালাল..ভালো থেকো'। তাঁর প্রথম ছবির সূত্র ধরেই এই কথা লিখেছেন কিঞ্জল। অভিনেতার সঙ্গে যথেষ্ট ভাল সম্পর্ক ছিল পরিচালকের।
অরুণ রায়কে নিয়ো পোস্ট করেছেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ানরাও। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। দেবের সঙ্গে 'বাঘাযতীন' ছবির শ্যুটিং করার সময়েই তাঁক ক্যানসার ধরা পড়ে। সেই সময়ে শ্যুটিং বন্ধ রেখেছিলেন অরুণ রায়। তবে সুস্থ হয়ে তিনি ছবির কাজ শেষও করেন। কিন্তু শেষরক্ষা হল না। সেই ক্যানসারের কাছেই হার মানলেন অরুণ রায়।
আরও পড়ুন: Chinmoy Krishna Das: আজও খারিজ চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন, জেলবন্দিই থাকতে হবে সন্ন্যাসীকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।