বাল্যবিবাহে উস্কানি! ‘পেহরেদার পিয়া কি’ সিরিয়াল সম্প্রচারে শর্ত চাপাল কেন্দ্র
নয়াদিল্লি: সোনি টিভিতে প্রতিদিন সম্প্রচারিত হওয়া জনপ্রিয় ‘পেহরেদার পিয়া কি’ সিরিয়ালকে প্রাইম টাইম থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিল ব্রডকাস্টিং কন্টেন্ট কমপ্লেন্টস কাউন্সিল (বিসিসিসি)।
একইসঙ্গে, সম্প্রচারকারী সংস্থাকে নির্দেশ, ওই সিরিয়াল চলাকালীন একটি স্ক্রোল চালাতে হবে এই মর্মে যে, গোটাটাই কাল্পনিক। চ্যানেল কোনওভাবে বাল্যবিবাহ প্রথাকে উৎসাহ বা প্রচার অথবা সমর্থন করে না।
প্রসঙ্গত, ‘পেহরেদার পিয়া কি’ সিরিয়ালের গল্পটি রতন নামে এক ৯ বছরের বালককে ঘিরে, যার বিয়ে হয় দিয়া নামে এক ১৮ বছরের তরুণীর সঙ্গে। সিরিয়ালে রতনের চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফান খান। অন্যদিকে, দিয়ার চরিত্রে অভিনয় করেছেন তেজস্বী প্রকাশ।
এদিন, কাউন্সিলের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিক্রমজিৎ সেনের নেতৃত্বে বৈঠক বসেছিল। এটিই তাঁর প্রথম বিসিসিসি বৈঠক। সেখানেই স্থির হয়, সিরিয়ালকে বর্তমান সম্প্রচারিত সাড়ে আটটা থেকে সরিয়ে ‘রেস্ট্রিক্টেড’ স্লটে (রাত ১০টা) স্থানান্তরিত করতে হবে। এই প্রেক্ষিতে চ্যানেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।