এক্সপ্লোর
Advertisement
'সহানুভূতিশীল হোন! অবসাদের সঙ্গে লড়ছি! আত্মহত্যার প্রবণতা আমার মধ্য়েও ছিল', ট্যুইট পার্নোর
'সহানুভূতিশীল হোন, নিজের ভালোবাসার মানুষের দেখাশোনা করুন।' সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় লিখছেন বাঙালি অভিনেত্রী পার্নো মিত্র।
কলকাতা: 'সহানুভূতিশীল হোন, নিজের ভালোবাসার মানুষের দেখাশোনা করুন।' সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় লিখছেন বাঙালি অভিনেত্রী পার্নো মিত্র।
মাত্র ৩৪ বছরেই নিজের জীবনতে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সুশান্ত। রবিবার দুপুরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর তোলপাড় ফেলে দিয়েছিল গোটা বিনোদন দুনিয়ায়। মৃত্যুর কারণ হিসাবে অবসাদকেই প্রাথমিকভাবে দায়ী করছেন পুলিশ থেকে মনোবিদরা।
ভারতে অবহেলা করা হয় মানসিক স্বাস্থ্যকে, নেই তেমন সচেতনতাও। বাঙালি অভিনেত্রী পার্নোর ট্যুইটে পাওয়া গেল তারই আভাস। পার্নো লিখেছেন, 'মানসিক স্বাস্থ্য অত্যন্ত জরুরী। আমি একাধিকবার আত্মহত্যা করতে গেছি। এই কষ্টটা মুছে যায় না। এটা ধীরে ধীরে মানুষের চারদিকে একটি আবরণ তৈরি করে যা দুর্ভেদ্য হয়ে ওঠে। কারোও সঙ্গে সেটা ভাগ করে নেওয়া সহজ নয়। অবসাদ বাঁচবার অঙ্গ হয়ে ওঠে তখন।'
পার্নো আরও যোগ করেন, ''আমি কেবল বলতে চাই, যাঁরা মানসিক অবসাদে কষ্ট পাচ্ছেন তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমি নিজে অবসাদে ভুগছিলাম এবং এখনও ভুগছি। এই পরিস্থিতি সহজ নয়। তবে আমার পরিবার ও বন্ধুরা সবসময় আমার সঙ্গে রয়েছেন। আমার চিকিৎসকরাও আমায় প্রচুর সাহায্য করছেন। কেবল সোশ্যাল মিডিয়ায় পাশে থাকার ট্রেন্ড ফলো না করে সত্যি সত্যি নিজের ভালোবাসার মানুষদের প্রতি সহানুভূতিশীল হোন, তাঁদের দেখাশোনা করুন।'
কেবল পার্নো নয়, গতকাল থেকে একাধিক তারকার কথায় যে বার্তা উঠে এসেছে তার থেকে স্পষ্ট হয়, প্রদীপের তলাতেই থাকে সবচেয়ে বেশি অন্ধকার। খ্যাতির শিখরে পৌঁছেও গ্রাস করতে পারে অবসাদ, সুশান্তের মৃত্যু ফের একবার তাই প্রমাণ করে দিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement