Manasi Sinha: প্রথমবার ছবি পরিচালনায় অভিনেত্রী মানসী সিনহা, আসছে 'এটা আমাদের গল্প'
Manasi Sinha First Film: ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে কলকাতা শহরের একাধিক এলাকায়। হিন্দি ছবি 'গিরগিটি'-এর পর 'ধাগা প্রোডাকশন'-এর এটি পরবর্তী কাজ। এই ছবির চরিত্রদের লুকও এসেছে প্রকাশ্যে।
কলকাতা: মানসী সিনহা (Manasi Sinha)। বাংলা চলচ্চিত্র জগতের অতি জনপ্রিয় ও দুর্দান্ত অভিনেত্রী তিনি। সিনেপ্রেমীদের অত্যন্ত প্রিয় এই অভিনেত্রী (Actress) এবার নয়া ভূমিকায়। এই প্রথমবার মানসী সিনহা সিনেমা পরিচালনা (Direction) করতে চলেছেন। ছবির নাম কী? কাদের দেখা যাবে এই ছবিতে? রইল সম্পূর্ণ তথ্য।
অভিনেত্রী যখন পরিচালক
অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় অভিনেত্রী মানসী সিনহা। একেবারে ভিন্ন ঘরানার গল্পের পরিচালনা করতে চলেছেন অভিনেত্রী মানসী সিনহা। ছবির নাম 'এটা আমাদের গল্প' (Eta Amader Golpo)। 'ধাগা প্রোডাকশন'-এর ব্যানারে প্রযোজক শুভঙ্কর মিত্রের প্রযোজনায়, সুভাষ বেরার তত্ত্বাবধানে মুক্তি পাবে এই ছবি।
অভিনয় জীবন থেকে পরিচালনার দুনিয়ায় এই প্রথম আসছেন মানসী সিনহা। বেশ কিছু নামী অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন তাঁর প্রথম ছবির শ্যুটিং। কাদের কাদের দেখা যাবে। 'এটা আমাদের গল্প' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সোহাগ সেন (Sohag Sen), দেবদূত ঘোষ (Debdut Ghosh), অমিতকান্তি ঘোষকে (Amitkanti Ghosh)। তবে এই ছবিতে কেবল পরিচালকের ভূমিকাতেই থাকছেন মানসী সিনহা। অভিনয়ে দেখা যাবে না তাঁকে।
ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে কলকাতা শহরের একাধিক এলাকায়। হিন্দি ছবি 'গিরগিটি'-এর পর 'ধাগা প্রোডাকশন'-এর এটি পরবর্তী কাজ। এই ছবির চরিত্রদের লুকও এসেছে প্রকাশ্যে।
আরও পড়ুন: Sidhu: 'রাস্তায় বেরিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবো', বসিরহাটের শো বাতিল করলেন সিধু
নিজের প্রথম পরিচালনার ব্যাপারে কী বলছেন মানসী সিনহা? তিনি বলেন, 'জীবনের পথে চলতে চলতে যখন মনে হয় এইবার শেষের দিকে পা, তখনই আবার নতুন করে ধরা দেয় বেঁচে থাকার মানে। ঠিক এমনটাই হয়েছিল এই গল্পের দুটি মানুষের। হঠাৎ করেই দেখা হয়েছিল জীবনের উপান্তে, আর পাল্টে গিয়েছিল জীবনের রং। কিন্তু তারপর? তারপর কী হল? সেই কী হওয়া নিয়েই তৈরি হচ্ছে আমাদের ছবি, 'এটা আমাদের গল্প'।'