সমাজের লক্ষ্মী 'নির্ভয়া', প্রকাশ্যে প্রিয়ঙ্কা, শ্রীলেখা, সব্যসাচীর নতুন ছবির পোস্টার
অংশুমান প্রত্যুষ পরিচালিত নতুন ছবি 'নির্ভয়া'-র পোস্টার প্রকাশ্যে এল আজ। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছে হিয়া দে। ছবিতে রয়েছে টলিউডের একাধিক পরিচিত মুখ।
কলকাতা: পোস্টার জুড়ে একটি মেয়ের মুখ। সে নাবালিকা। তাঁর চোখের জলে একটি শিশুর ভ্রুণের আকৃতি। নিচে লেখা ছবির নাম, 'নির্ভয়া, সমাজের লক্ষ্মী'। অংশুমান প্রত্যুষ পরিচালিত নতুন ছবি 'নির্ভয়া'-র পোস্টার প্রকাশ্যে এল আজ। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছে হিয়া দে। ছবিতে রয়েছে টলিউডের একাধিক পরিচিত মুখ।
অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি ১৩ বছরের মেয়েকে ঘিরে। একটি গণধর্ষণের ঘটনার শিকার হয় সে। তারপর সেই বালিকার লড়াইের গল্পই নির্ভয়ার মূল উপজীব্য। গল্পের বাঁধুনিতে দিল্লির নির্ভয়াকাণ্ডের কোনও ছাড়া নেই অবশ্য। বরং দেখা গিয়েছে উন্নাওকাণ্ডের ছায়া। গণধর্ষিতা হবার পরে একটি ঘটনায় তাঁর গোটা পরিবারের সবাই মারা যান। বেঁচে যায় ওই বালিকা। প্রতিনিয়ত আইনের সঙ্গে লড়াই চলে ওই বালিকা। গণধর্ষিতা হবার পর ৬ মাস কোমায় চলে যায় ওই বালিকা। এরপর সে সুস্থ হওয়ার পর জানা যায়, ওই বালিকা অন্ত্বসঃত্ত্বা। দেরি হয়ে যাওয়ায় ওই বালিকাকে গর্ভপাত করানোর অনুমতি দেয়নি আদালত। এরপর এক শিশুর জন্ম দেয় ওই বালিকা।
'নির্ভয়া' ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখছে হিয়া দে। এছাড়াও এই ছবিতে রয়েছেন প্রিয়ঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র ও শান্তিলাল মুখোপাধ্যায়। ছবি পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রতীক কুণ্ডু। প্রত্যুষ প্রোডাকশান ও অমৃক এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি।
'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করেছিল হিয়া। সেখানেই দর্শকদের সঙ্গে তার পরিচিতি। দর্শকরা পছন্দও করেছিলেন একরত্তিকে। বর্তমানে 'ফেলনা' ধারাবাহিকে অভিনয় করছে হিয়া। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে 'নির্ভয়া' ছবির শ্যুটিং। অন্যদিকে প্রিয়ঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী ও শান্তিলাল মুখোপাধ্যায়কে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। বিচারকের ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আদালত। গোটা ছবি জুড়েই বলা হয়েছে, দয়া নয়, বিচার চাই। একটি মেয়ের একা লড়াই করাই গল্পই বলবে নির্ভয়া।