Kolkatar Harry First Song: গাইলেন সোহম, প্রকাশ্যে 'কলকাতার হ্যারি'র প্রথম গান
জানা গিয়েছিল আজ সন্ধেবেলায় মুক্তি পাবে 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry) ছবির প্রথম গান। কথামতোই নেট মাধ্যমে মুক্তি পেল 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে'। গানটি গেয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী নিজেই।
![Kolkatar Harry First Song: গাইলেন সোহম, প্রকাশ্যে 'কলকাতার হ্যারি'র প্রথম গান bengali movie kolkatar harry's first song released, know in details Kolkatar Harry First Song: গাইলেন সোহম, প্রকাশ্যে 'কলকাতার হ্যারি'র প্রথম গান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/16/c038fcd735630451e5062725c701e4a3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আগামী ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাংলা ছবি 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। বিশেষ করে ছোটদের জন্য তৈরি এই ছবি। 'কলকাতার হ্যারি' ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও প্রিয়ঙ্কা সরকারকে (Priyanka Sarkar)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly), লাবনী সরকার প্রমুখ অভিনেতাদের। অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবি প্রযোজনাও করছেন সোহম। তাঁর প্রযোজনার প্রথম ছবি এটি। ছবিটির পরিচালনায় রয়েছেন রাজদীপ ঘোষ।
আরও পড়ুন - Ranbir Alia Wedding: যে শাড়ি পরে বিয়ে করলেন আলিয়া ভট্ট, তার দাম কত?
শিশু শিল্পী হিসাবে টলিগঞ্জে সফর শুরু করেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। মাস্টার বিট্টু হিসাবে পরিচিতি পেয়েছিলেন ব্যাপকভাবে। এখন টলিউডের প্রতিষ্ঠিত নায়ক তিনি। সোহম-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট ঐশিকা গুহঠাকুরতাকে। আজ 'কলকাতার হ্যারি' ছবির প্রথম গান মুক্তি পেল নেট মাধ্যমে।
মুক্তি পেল 'কলকাতার হ্যারি' ছবির প্রথম গান 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে'-
আগেই জানা গিয়েছিল আজ সন্ধেবেলায় মুক্তি পাবে 'কলকাতার হ্যারি' ছবির প্রথম গান। কথামতোই নেট মাধ্যমে মুক্তি পেল 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে'। গানটি গেয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী নিজেই। তাঁর গানের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। গানে সুর দিয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। মুক্তি পেতেই নেট দুনিয়ায় প্রভাব ফেলেছে 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে' (Ei Amader Captain Magic Jane) গানটি।
কলকাতার হ্যারি (Kolkatar Harry)। প্রাইমারি স্কুলের এক কারপুল ড্রাইভারের গল্প। নাম হরিনাথ পাত্র। গরীব এই ড্রাইভার হ্যারি পটার সিরিজের আবার অত্যন্ত অনুরাগী। দারুণ গল্প বলতে পারে সে। কলকাতার রাস্তায় ম্যাজিক দেখাতে ভালোবাসে সে। গল্পে রয়েছে আরও এক চরিত্র, নাম তিতলি। ১০ বছরের এই একরত্তিকে নিয়ে সারাদিন চিন্তায় থাকে তার মা। আর আছে তাঁর ১৪ বছরের বড় দিদি মোহর। শিক্ষকতা করে সে। এই তিন চরিত্রের গল্প, বন্ধুত্ব আর ওঠাপড়া নিয়েই আবর্তিত হবে 'কলকাতার হ্যারি'-র গল্প। এই চরিত্রকে নিয়েই আবর্তিত হয়েছে 'কলকাতার হ্যারি' -র গল্প।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)