Bheed box office collection Day 3: ৩দিনে কেমন ব্য়বসা দিল রাজকুমার-ভূমির 'বিতর্কিত' ছবি 'ভিড়'?
Bheed: ৩ দিনে কেমন ব্য়বসা করল 'ভিড়'?
কলকাতা: মুক্তির সদ্য পরেই এই ছবির ট্রেলার নিয়ে বিতর্ক ছড়ায়। অনেকেই এই ছবির দেশের বিরোধিতা বলে ঘোষণা করেন। তবে সদ্য় পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ৩ দিনের মাথার মোটি দেড় কোটির ব্য়বসা করেছে অনুভব সিন্হা পরিচালিত এই ছবি। 'ভিড়'-এ মুখ্যভূমিকায় রয়েছেন রাজকুমার রাও (Rajkummar Rao), পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), ভূমি পেডনেকর (Bhumi Pednekar) অভিনীত 'ভিড়'। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
মুক্তির সদ্য পরেই এই ছবির ট্রেলার নিয়ে বিতর্ক ছড়ায়। অনেকেই এই ছবির দেশের বিরোধিতা বলে ঘোষণা করেন। তবে ১ সপ্তাহের মাথায় এই ট্রেলার সরানো নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। অনেকে বলেছেন, নির্মাতারা নাকি ভয় পেয়েই এই ট্রেলারটি সরিয়ে দিয়েছেন অফিসিয়াল পেজ থেকে। অনেকের আবার মত, 'একটু বেশিই গণতান্ত্রিক'। আপাতত ভিড় এর ট্রেলারের লিঙ্ক ইউটিউবে নেই। তবে অন্যান্য প্ল্যাটফর্মে রয়ে গিয়েছে ট্রেলারটি। ইউটিউবে কয়েক লক্ষ্য ভিউ হয়ে যাওয়ার পরেও এই ট্রেলারটি হঠাৎ সরিয়ে দেওয়ায় বেশ অবাকই হয়েছিলেন অনেকে।
আরও পড়ুন...
Priyanka Chopra: এবার নিজের 'বেডটাইম স্টোরি' অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন প্রিয়ঙ্কা
‘থাপ্পড়’ (Thappad) ‘আর্টিকল ১৫’ (Article 15), ‘মুল্ক’ (Mulk), ‘অনেক’ (Anek)- এর মতো অন্য স্বাদের গল্প ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন অনুভব। বিনোদনের মোড়কে এই সমস্ত ছবিগুলির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে সমাজের বিভিন্ন দিককেও। নতুন ছবি 'ভিড়'-এও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার যন্ত্রণা, তাঁঁদের মাইলের পর মাইল অসহায়ের মতো রাস্তায় হাঁটার ছবিকেই পরিচালক তুলে ধরবেন সেই আঁচ পাওয়া গিয়েছিল ট্রেলারেই। তাই ছবির ট্রেলার সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন অনেকেই।
এই ছবির প্রায় ৩ মিনিট দীর্ঘ ট্রেলার শুরুই হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠ দিয়ে, যেখানে তাঁকে বলতে শোনা যায় গোটা দেশে লকডাউন শুরু হওয়ার কথা। খাদ্যাভাব, স্বাস্থ্যের চিন্তা, মাইলের পর মাইল পায়ে হেঁটে বাড়ি ফেরা, মৃত্যু, একাধিক টুকরো ছবির কোলাজ উঠে এসেছিল ট্রেলারে।