(Source: ECI/ABP News/ABP Majha)
Bhuban Badyakar Update: 'ভুবন' ভরেছে কাঁচা বাদামে, 'বাদামকাকু'র প্রশংসায় পঞ্চমুখ টেরেন্স লুইস
Bhuban Badyakar Update: মজা করে ক্যাপশনে টেরেন্স লেখেন, 'জনস্বার্থে প্রচারিত: বাদাম কাঁচা হোক বা পাকা, ভিজিয়ে খাবেন।' তিনি প্রশংসা করেছেন বাংলার ভাইরাল তারকা ভুবন বাদ্যকরেরও।
নয়াদিল্লি: ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) ভুবন ভোলানো 'কাঁচা বাদাম' (Kancha Badam) গানে মেতেছে গোটা বিশ্ব। বাংলার দর্শক তো বটেই 'কাঁচা বাদাম' গানের রিমিক্সে পা মিলিয়েছেন বলিউড থেকে টলিউড। বাদ পড়েননি বলিউডের জনপ্রিয় কোরিওয়গ্রাফার টেরেন্স লুইসও (Terence Lewis)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভিডিও।
বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় নৃত্যশিল্পী। দুই সঙ্গীর সঙ্গে 'কাঁচা বাদাম' হুকস্টেপে মা মেলান তাঁরা। মজা করে ক্যাপশনে লেখেন, 'জনস্বার্থে প্রচারিত: বাদাম কাঁচা হোক বা পাকা, ভিজিয়ে খাবেন।'
একই সঙ্গে তিনি প্রশংসা করেছেন বাংলার ভাইরাল তারকা ভুবন বাদ্যকরেরও। তিনি লেখেন, 'ভুবন বাদ্যকরের নাম বিশেষভাবে উল্লেখ করছি। যিনি রাস্তায় ঘুরে রোজগারের আসায় নিজের দ্রব্য বিক্রির জন্য এই গান গাইতেন। শুনেছি তাঁকে মিউজিক লেবেলের তরফে স্বত্ত্ব দেওয়া হয়েছে। তাঁর রিমিক্স সংস্করণ ট্রেন্ডিং জেনে খুবই আনন্দ হচ্ছে। এটা দেখে আমার বিশ্বাস বাড়ছে যে যা খুশি সম্ভব... জাদুর বিশ্ব।'
View this post on Instagram
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতার এক পাঁচতারা হোটেলে শো করেন ভুবন বাদ্যকর। অনুষ্ঠানের বিশেষ নাম রাখা হয়, 'কাঁচা বাদাম নাইট'। তিনি সংবাদ মাধ্যমে জানান যে তাঁর গান শুনে দর্শক তাঁকে তারকা বানিয়েছেন ফলে এবার তিনি বাদাম বিক্রি করা ছেড়ে দেবেন। জানিয়েছিলেন সম্পূর্ণ ভাবে সঙ্গীত সাধনাতেই ডুবে যেতে চান তিনি।
অনুষ্ঠানে সশরীরে হাজির হয়েছিলেন 'বাদামকাকু'। তাঁর অনুষ্ঠান দেখতে এসেছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। ভাইরাল সেনসেশনকে সামনে পেয়ে জনপ্রিয় নাচও করেন তাঁরা! অনুষ্ঠান শেষে তৈরি হয় রিল। মাঝখানে হাসিমুখে 'বাদাম কাকু', আর চারিদিকে নীল ভট্টাচার্য, দর্শনা বণিকের মতো অভিনেতা-অভিনেত্রীরা নাচ করেন 'কাঁচা বাদাম' গানে।
এক গানই যে তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে, সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল ভুবন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার গান নানা জায়গায় বাজছে। নাইজিরিয়াতেও বেজেছে। সবাই নাচছে আমার গানে। খুব ভাল লাগছে। বম্বে থেকে ডাক পাচ্ছি। দিল্লি এবং অসম থেকেও ডাকছে।'